MENU

Fun & Interesting

হাতেনাতে ধরা খেলো জনতার হাতে বিয়ে না করে পালালো আবুল হোসেন।

অপরাধ প্রকাশ 410,367 lượt xem 3 years ago
Video Not Working? Fix It Now

অসামাজিক কাজ করতে হাতেনাতে ধরা পড়া আবুল হোসেন পলাতক, আত্মহত্যার প্রস্তুতি সোনিয়ার ।

টাঙ্গাইল জেলার কালিহাতী থানা দিন, এলেঙ্গা পৌরসভা চিনামুড়া এলাকার ঘটনা।
আবুল হোসেন পিতা, হাসোন আলী, সোনিয়া আক্তার  পিতা :মোকসেদ আলী মোল্লা  (সাবেক মেম্বার) উভয়  সং  এলাংগা চিনামুড়া, থানা: কালিহাতী জেলা টাংগাইল ।
উক্ত বিষয়ে  এলেঙ্গা পৌর  মেয়র নুরুজ্জামান সিদ্দিক এবং ওই ওয়ার্ডের কাউন্সিলর সহ প্রায় ৪/৫ টি এলাকার গণ্যমান্য লোক সিদ্ধান্ত নেয়, যেহেতু তারা আলাদা  আলাদা সংসার করেও একজন আরেকজনের সাথে এমন সম্পর্ক চালিয়ে যাচ্ছে তাই তাদেরকে বিয়ের বন্ধনে আবদ্ধ করে দেয়া হোক ।
কিন্তু বিয়ে না করে আবুল হোসেন পালিয়ে যায়,

Comment