MENU

Fun & Interesting

লাইন ধরে খেতে হবে হানিফ বিরিয়ানী 😱 🔥 | পুরান ঢাকার সেরা বিরিয়ানী | Hanif Mutton Biriyani Puran Dhaka

Shahrear's Diary 792,020 lượt xem 1 year ago
Video Not Working? Fix It Now

▶️ চলছে আমাদের পুরান ঢাকা সিরিজ! এই সিরিজে আমরা পুরান ঢাকার অলিতে গলিতে লুকিয়ে থাকা সুস্বাদু এবং ঐতিহ্যবাহী সব খাবার তুলে ধরার চেষ্টা করবো। আজ আমরা দ্বিতীয় পর্বে পা দিয়েছি। পরবর্তী পর্বগুলো মিস করতে না চাইলে এখনি সাবস্ক্রাইব করে ফেলুন। আর কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিন।

▶️ পুরান ঢাকার মানুষ বরাবরের মতোই ভোজন রসিক। তাদের ভোজন তালিকার শীর্ষে আছে বিরিয়ানি। বিরিয়ানি বলতেই আমরা তেল চটচটে, বেশী মশলাদার একটি খাবার যেটা হয়তো সপ্তাহে একবারের বেশী খেলে শারীরিক অস্বস্তির সম্মুখীন হতে হবে, এমন কিছুকেই বুঝি। তবে এই ধারণাকেই চিরতরে পাল্টে দিয়েছে পুরান ঢাকার কিছু বিরিয়ানির দোকান। কম মশলা, কম তেলেও যে খুব লোভনীয় বিরিয়ানী বানানো যায় সেটাই তারা প্রমাণ করে দিয়েছেন। এর মধ্যে শীর্ষে আছে যে দুটি নাম সেগুলো হলো হাজীর বিরিয়ানি ও হানিফ বিরিয়ানি। আজকের গল্প হানিফ বিরিয়ানি কে নিয়েই।
হানিফ বিরিয়ানী পুরান ঢাকার সেরা একটি বিরিয়ানীর দোকান !

▶️ এই দোকানটির লোকেশন : https://maps.app.goo.gl/Ts7i8pmQZvx1MsVe6

▶️ Hanif Biriyani is one of the best biriyani's of puran Dhaka. It's Mutton Biriyani is very famous along our country. It is situated in Puran Dhaka's Najirabajar area.

▶️ Hanif Biriyani has rush in its store all the time. It is sometimes very hard to get a seat there. But customers still loves to eat this biriyani after all these hassles! Because it is woth it, it is the best!

#biriyani #বিরিয়ানী #mutton #biriyani #bengalifood #bengalistreetfood #streetfood #food #hanif #হানিফ #hanif_biriyani #হানিফ_বিরিয়ানি #puran #dhaka #puran_dhaka #পুরান #ঢাকা #পুরান_ঢাকা

Comment