MENU

Fun & Interesting

নিউ স্টুডেন্টকে রার্গ দিয়েছে সিনিয়ররা।ছেলেটা তাদের কথা অমান্য করেছে।তারা শাস্তি দিতে চাইলে বেধড়ক..

SM-STORY 836 lượt xem 21 hours ago
Video Not Working? Fix It Now

#কারে_বলি_এই_ব্যাকুলতা
#গল্পের ১ম অংশ।
#লেখনীতে_আরিশা_জান্নাত_আদ্রা


মাঠে গন্ডগোল হচ্ছে।বইয়ের ভাজে ডুবে ছিল শ্রেয়না। প্রীতির কথায় তৎক্ষনাৎ আগ্রহ প্রকাশ করল না।বরং কিছুটা সময় নিয়ে মোলায়েম কন্ঠে বলল।শুনলাম।শ্রেয়নার নির্বিকার কন্ঠস্বরে খানিক নড়েচড়ে বসল প্রীতি। কন্ঠ খাঁদে নামিয়ে পুনরায় বলল,
কারণ জানিস? উঁহু।আবারও ছোটো করে জবাব এলো শ্রেয়নার পক্ষ থেকে।প্রীতি সোজা হয়ে বসে বলল।নিউ স্টুডেন্টকে রার্গ দিয়েছে সিনিয়ররা।ছেলেটা তাদের কথা অমান্য করেছে।তারা শাস্তি দিতে চাইলে বেধড়ক পেটাচ্ছে সিনিয়রদের।সাহস দেখেছিস।

এই পর্যায়ে কপালে গাঢ় ভাজ পড়ল শ্রেয়নার। চোখের মোটা চশমাটা ঠেলে নাক থেকে খানিক উপরে তুলে দিল।বই বন্ধ করে পূর্ণ দৃষ্টিতে তাকাল প্রীতির দিকে।

Comment