MENU

Fun & Interesting

খরচের ৪ গুন লাভ শীতকালীন শসা গ্রীণ বিউটি চাষে | উদ্যোক্তার খোঁজে

উদ্যোক্তার খোঁজে 25,614 lượt xem 1 year ago
Video Not Working? Fix It Now

শীতকালে জন্য সেরা শসা হল বীজপাতার গ্রীন বিউটি শসা। তীব্র শীতে যারা শসা করার কথা ভাবছেন বা শীতের ঠিক আগ পিছে, তাদের জন্য কাঞ্চন হলো দেশের সবচেয়ে সেরা জাত ইনশাআল্লাহ। শীতকালে বাংলাদেশের যে কোনো সেরা জাতের শসাকে টেক্কা দেয়ার ক্ষমতা রাখে শীতের রাজা কাঞ্চন!

গ্রিন বিউটির পর বীজপাতা সীডের সবচেয়ে জনপ্রিয় জাত হলো কাঞ্চন। কাঞ্চনের অন্যতম বৈশিষ্ট্য হলো তীব্র শীতেও দুর্দান্ত গতিতে গাছ বাড়ে ও প্রচুর ফল একত্রে সেট হয়। আমাদের এক কৃষক ভাই এক গাছ থেকে একই দিনে প্রায় ৩০০ গ্রাম ওজনের নয়টি শসা একত্রে হারভেস্ট করে, তাও সেটার আগে অন্য দিন আরো দুটি শসা উঠেছিল। এরপরেও গাছ থেকে প্রচুর শসা পেয়েছেন। এক গাছ থেকে ৯+ কেজি পর্যন্ত ফলনের রেকর্ড আছে।
গাছের গ্রোথ বা বৃদ্ধি এবং মোট ফলনের দিক থেকে কাঞ্চন বাজারে এক নাম্বারে। তবে বিউটির আকর্ষণীয় রং এর বিবেচনায় কাঞ্চন সামান্য পিছিয়ে। এর বাইরে স্বাদ থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা, বাজারের চাহিদা, ফলের আকৃতি ইত্যাদি সবই গ্রিন বিউটির মতই।

অত্যন্ত বর্ধনশীল এ গাছ অনেক দূর বড় হয়, তাই বড় মাচা লাগে। শসা মাচা ছাড়া মাটিতেও চাষ করা যায়। একেকটি শসা ২৭০-৩০০ গ্রামে পাড়ার জন্য সর্বোচ্চ উপযুক্ত। তবে ৫০০ গ্রাম শসা হলেও চিন্তার কিছু নেই, ভিতরে বীজ শক্ত হবে না। শসার পেট মোটা হবে না। ভিতরে ফাঁপা হবে না। শসা লাল হবে না।

শসার স্বাদ দেশি শসার মতই সুস্বাদু। ভিতরে কোনো রকম ছোবার মত খসখসে নেই, ঘাসের মত জঙ্গলা কোনো গন্ধ নেই। বীজ গহবর ছোট ও ফাঁপা নেই। তাই পরিবহনে ভাংগে না। শসা তিতা হয় না, এমনকি মাথার অংশও তিতা লাগে না। খোসাও খেতে স্বাদ আছে। শসা রেখে দিলে লাল হয় না এবং অনেক দিন রাখলেও শুটা হয় না।

শসা গাছে সহজে রোগ বালাই লাগে না। সঠিক পরিচর্যায় ডাউনি মিলিডিউ (পাতা হলুদ হওয়া) সহজে হয় না। ফলে গাছ অনেক দিন বাঁচে। ফুজারিয়াম রেজিস্টেন্ট জাত। গাছে বলতে গেলে কোনো ভাইরাস লাগে না। অন্যান্য রোগ বালাইও বলতে গেলে যথ সামান্য যা নিয়মিত পরিচর্যায় খুব সহজেই পুরোটাই নিয়ন্ত্রণে রাখা যায়।

👉 জাত: গ্রীন বিউটি শসা
👉 ফসল: হাইব্রিড শসা
👉 ব্র‍্যাণ্ড: বীজপাতা Bizpata
👉 কোম্পানি: জিএফবিডি ইন্টারন্যাশনাল (গার্ডেন ফ্রেশ বাংলাদেশ)
👉 জাতের বৈশিষ্ট্য:
🥒 তীব্র শীত সহনশীল৷ শীতের আগে পরে ও শীতের মাঝে সেরা জাত
🥒 অত্যন্ত সুস্বাদু এবং তিতা হয় না, ভোক্তার মাঝে ব্যাপক চাহিদা
🥒 শীতের রঙ আকর্ষণীয় গাঢ় সবুজ, গরমে দেশি শসার মত হালকা সবুজ
🥒 সুষম আকৃতির শসার বীজ গহ্বর খুবই ছোট, ফলে বস্তায় ভরলেও শসা চাপে ভেংগে যায় না
🥒 ৫০০+ গ্রাম ফলেও বীজ শক্ত হয় না এবং শসা লাল হয় না
🥒 উত্তোলনের পর অনেকদিন সতেজতা ও রং বজায় থাকে, পাইকারদের ১ নাম্বার পছন্দ
🥒 ফলের বীজ সহজে পরিপক্ব হয়না বলে পটলের মত ফলের পেট মোটা হয় না; শসা চিকন ও লম্বা থাকে
🥒 এ জাত মাটি ও মাচা উভয় পদ্ধতিতে চাষ যোগ্য
🥒 শসার গড় সাইজ ৭-৯ ইঞ্চি এবং ওজন ২৫০-৩০০ গ্রাম
🥒 ৩৩-৩৬ দিনে ফল সংগ্রহ করা যায়
🥒 দীর্ঘদিন গিটে গিটে ফলন দেয়
🥒 একর প্রতি গড় ফলন ৩৫-৪০ টন
🥒 খরা সহনশীল এবং ছত্রাক, ভাইরাস ও ধ্বসা প্রতিরোধী

👉 বপনের সময়:
সাধারণভাবে অক্টোবারের শুরু থেকে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত যে কোনো পদ্ধতিতে চাষ করা যায়।

ডিলারশীপ, বীজ ক্রয় ও পরামর্শের জন্য যোগাযোগ:
+8801810138216
#শসা #bizpata #GFBD #cucumber #seed #agriculture #Bangladesh


আমাদের ওয়েবসাইটে সকল পণ্যের বর্তমান দাম দেয়া আছে। অনলাইনে ওয়েবসাইটে পেমেন্ট করে অর্ডার করতে: www.bizpata.com

ডিলারাশীপ, বীজ ক্রয় ও পরামর্শের জন্যে যোগাযোগ করুন📌
01810 13 82 16
01810138216
(সকাল ১১:০০ - সন্ধ্যা ৭:০০; শুক্রবার ও নামাজের সময় বন্ধ থাকে)

হোয়াটসএপ:
wa.me/+8801810138216

আমাদের ফেইসবুক পেইজ:
fb.me/GardenFresh ও fb.me/bizpata

আমাদের ইউটিউব চ্যানেল:
https://www.youtube.com/@gardenfreshBD

কর্পোরেট অফিসের ঠিকানা:
শপ # ৯, কল্যানপুর কেন্দ্রীয় মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স মার্কেট, হোল্ডিং নং: ৩২/১, কল্যাণপুর মেইন রোড, কল্যানপুর, ঢাকা-১২০৭

গুগোল ম্যাপ:
https://maps.app.goo.gl/tajY7Qu96RWfYKwA7

গার্ডেন ফ্রেশ বাংলাদেশ, বীজপাতার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

বীজপাতা - কৃষকের আস্থা
🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢

Comment