নৃবিজ্ঞানীদের গবেষনা অনুযায়ী পূর্ব আফ্রিকার জন্মভূমি ছেড়ে আদি মানুষ, পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়া শুরু করেছিল আনুমানিক আশি হাজার বছর আগে। এরপর কালের পরিক্রমায় তাদের উত্তরসূরীরা দক্ষিণ মেরু ছাড়া পৃথিবীর আর সব স্থলভাগেই আধিপত্য বিস্তার করেছিল। মানুষ ছাড়া খুব কম সংখ্যক প্রজাতির প্রাণীই এভাবে পুরো বিশ্বজুড়ে বসতি স্থাপনে সক্ষম হয়েছে। তবে অনবদ্য এই অর্জনের জন্য আমাদের পূর্বসূরীদের প্রচুর পরিশ্রম, ভোগান্তি এবং আত্মত্যাগের মধ্য দিয়ে যেতে হয়েছে। অতিক্রম করতে হয়েছে খরস্রোতা নদী, দুর্গম পর্বতমালা এবং উত্তাল মহাসাগরের মতো অনতিক্রম্য সব বাধা। খাপ খাইয়ে নিতে হয়েছে বরফজমা শীত এবং ফোস্কা ফেলার মতো উত্তপ্ত আবহাওয়ার সাথে। বৈরী প্রকৃতির সাথে মানুষের এই মানিয়ে নেবার সক্ষমতার এক অনুপম নিদর্শন রেখে চলেছে নেনেট নামক ঐতিহ্যবাহী একটি গোত্রের সদস্যরা। সুমেরু বৃত্তের অন্তর্ভূক্ত উত্তর পশ্চিম রাশিয়ার তুন্দ্রাভূমিতে বসবাসকারী সেই নেনেট গোত্রের মানুষ সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাতে এই ভিডিওটি তৈরী করা হয়েছে।
আদ্যোপান্ত'র এই পর্বে জানবেন মেরুর বাসিন্দা বিচিত্র যাযাবর নেনেট সম্প্রদায় সম্পর্কে।
📌 সাবস্ক্রাইব করুন : https://www.youtube.com/ADYOPANTO
নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই "🔔" বেল আইকনে প্রেস করুন
💻 যুক্ত হোন:
ফেইসবুক: https://www.facebook.com/Adyopanto
💻 আমাদের ওয়েবসাইট:
https://www.atpoure.com
📌 For Copyright Related Issues, please contact us:
adyopanto@gmail.com