ঠাকুর প্রসঙ্গ ১০ - শ্রীশ্রী রামঠাকুরের সেবা পূজা পদ্ধতি কি? শ্রীমৎ ধূর্জটি প্রসাদ চক্রবর্তী | রামকথা
ঠাকুর প্রসঙ্গ ১০ এর আজকের বিশেষ পর্বে আপনাদের জন্য রয়েছে "শ্রীশ্রী রামঠাকুরের সেবা পূজা পদ্ধতি" যা গত ২০১৫ সালের দিকে শ্রীশ্রীঠাকুরের একটি উৎসবে শ্রীমৎ ধূর্জটি প্রসাদ চক্রবর্তী মহাশয় বলেছিলেন।
শ্রীশ্রীসত্যনারায়ণের সেবা মন্দিরের পরমপূজ্যপাদ পঞ্চম মোহন্ত মহারাজ্জ্বীর এই অত্যন্ত উপকারী এবং গুরুত্বপূর্ণ আলোচনা সর্বোচ্চ শেয়ার করার অনুরোধ জানাই। যাতে সকলের উপকারে আসে।
আজকের ঠাকুর প্রসঙ্গ সাজানো হয়েছে ৩ টি অডিও ক্লিপ যুক্ত করে। এই অডিও গুলো আমি রেকর্ড করেছিলাম আজ থেকে প্রায় ৭ বছর আগে একটি অনুষ্ঠানে!
শরীয়তপুর জেলার জনৈক ভক্তের বাড়িতে শ্রীশ্রীঠাকুরের উৎসবে যোগদান করতে গিয়েছিলেন আমাদের প্রাণের মোহন্ত মহারাজ এবং শ্রীশ্রীঠাকুরের বংশধর "শ্রীমৎ ধূর্জটি প্রসাদ চক্রবর্তী" মহাশয়।
তারপর সেখানে উপস্থিত হাজারাধিক ভক্তবৃন্দ, মোহন্ত মহারাজ্জ্বীকে ঠাকুর প্রসঙ্গে কিছু বলার জন্য অনুরোধ করলেন। তখন শ্রীশ্রীঠাকুরের ইচ্ছায় আমি মহারাজ্জ্বীর মুখনিঃসৃত সেই দুর্লভ অমৃত উপদেশ কথা গুলো রেকর্ড করার চিন্তা করলাম। কিন্তু তখন আমার সেরকম প্রস্ততি ছিলো না। তাই নিজের সাথে থাকা মোবাইল ফোনের মাধ্যমে রেকর্ড করেছি। মাঝখানে ১১:০২ মিনিট এবং ২০:৪৫ মিনিটে দু-চারটে কথা মিসিং আছে কারন তখন আমার ফোন আসার কারনে রেকর্ড বন্ধ হয়ে গিয়েছিলো। এজন্য আমি ক্ষমাপ্রার্থনা করি সকলের কাছে। দয়া করে হেডফোন লাগিয়ে খুব নিরালায় কথা গুলো শুনবেন। হয়তো এই অডিওটি আপনার সাধন জীবন পালটে দেবে। গুরু ভক্তি কি জিনিস তা আমিও আগে জানতাম না। এই কথা শুনে বুঝেছি গুরুর সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিৎ।
------------------------------------------------------------
-----------------------------
"রামকথা" চ্যানেলের নিয়মিত আয়োজন শ্রীশ্রী রাম ঠাকুর প্রসঙ্গ শুনে আপনার অনুভূতি এবং মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে।
জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপেঃ
https://www.facebook.com/groups/ramko...
ফেসবুক পেইজঃ
https://www.facebook.com/ramkotha.bd
ডিঙ্গামানিকের শ্রীশ্রীঠাকুরের পবিত্র জন্মভূমি শ্রীশ্রীসত্যনারায়ণের সেবা মন্দির সমন্ধে যেকোন আপডেট পেতে জয়েন করুন
ডিঙ্গামানিক ধামের অফিসিয়াল ফেসবুক পেইজেঃ
https://www.facebook.com/dingamanik.dham
ডিঙ্গামানিক ধামের ইউটিউব চ্যানেলঃ https://www.youtube.com/@ramthakurcenter
-------------------------------------------------------------
---------------------------------
#SrimatDhurjatiPrasadChakraborty #ramkotha #রামঠাকুর