MENU

Fun & Interesting

তারাপীঠ মহাশ্মশানে তারা মায়ের সঙ্গে কথা বলতেন বামাক্ষ্যাপা | রক্ষা করুন এই অতি পবিত্র মাটি 🙏

Maa Twang Hi Tara 434,694 lượt xem 4 years ago
Video Not Working? Fix It Now

সবিনয় নিবেদন,
আজ মা ত্বং হি তারা CHANNEL আপনাদের জন‍্য নিয়ে এলো একটি নতুন ভিডিও। তারাপীঠ মহাশ্মশানের মাহাত্ম্য ও এই মহাশ্মশানে কি করবেন ও কি করবেন না - এই প্রসঙ্গ আলোচিত হয়েছে এই ভিডিও টিতে।
আমরা বিশ্বাস করি,যাঁরা শ্রীশ্রী তারা মা ও শ্রীশ্রী বামাক্ষ‍্যাপা বাবাকে ভক্তি করেন ও ভালোবাসেন, তাঁদের কাছে তারাপীঠ মহাশ্মশান অতীব প্রিয়। এই মহাশ্মশানের মাহাত্ম্য চিরনিত‍্য, চিরসত‍্য হলেও এর বাহ‍্যিক রূপের অনেক পরিবর্তন হয়েছে, কিছু ভালো আবার কিছু অনভিপ্রেত। আপনারা ভিডিওটি দেখুন এবং এই মহাপবিত্র সাধন ভূমির প্রাচীন ঐতিহ্য ও মর্যাদা রক্ষার্থে কি কি ব‍্যবস্থা নেওয়া প্রয়োজন বলে আপনারা মনে করেন,তা কমেন্ট করে আমাদের জানান। আমরা আপনাদের মূল‍্যবান মতামত ও প্রস্তাব তারাপীঠ মহাশ্মশান রক্ষা কমিটির কাছে পাঠিয়ে দেব।
মানব কল‍্যাণে শ্রীশ্রী তারা মা ও শ্রীশ্রী বামাক্ষ‍্যাপা বাবার মাহাত্ম্য ও লীলা কাহিনি প্রচারই এই চ‍্যানেলের উদ্দেশ্য। চ‍্যানেলটি যাতে টিকে থেকে তার উদ্দেশ্য কে সফল করার লক্ষ্যে এগিয়ে চলতে পারে, তার জন‍্য এই চ‍্যানেল আপনাদের শুভেচ্ছা ও আশীর্বাদ কামনা করে।
🙏 নমষ্কার সহ -
মা ত্বং হি তারা CHANNEL

Comment