অত্যন্ত চমৎকার এই গোল বলগুলো বাচ্চাদের খেলনা বা কোনও খাবার উপকরণ নয়। জঞ্জাল হিসেবে পরিচিত বিভিন্ন জলজ উদ্ভিদ দিয়ে বিশেষ উপায়ে তৈরি এই মণ্ডগুলো এক বিস্ময়কর কৃষি পদ্ধতির অংশ। শুধু মাত্র এই বিস্ময়কর কৃষি পদ্ধতির কারণেই অনেকের কাছে জঞ্জাল মনে হলেও কচুরিপানা বিক্রি হয় অত্যন্ত চড়া দামে।