MENU

Fun & Interesting

গ্লাসহাউজে রপ্তানিমুখী নিরাপদ যাত্রা | Shykh Seraj | Channel i |

Shykh Seraj 532,156 lượt xem 2 years ago
Video Not Working? Fix It Now

গ্লাসহাউজে রপ্তানিমুখী নিরাপদ যাত্রা
সম্পূর্ণ ভিডিও- https://youtu.be/8Hc8x-zsAwc
====================

দেশে প্রথমবারের মতো ময়মনসিংহ জেলার ত্রিশালের সেনবাড়িতে তিনটি বিশাল গ্লাস হাউসে গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তির কৃষি ব্যবস্থাপনা। এতে নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি রপ্তানিমুখী কৃষিবাণিজ্যের সম্ভাবনা তৈরি হয়েছে।

অধিক উৎপাদন আর নিরাপদ খাদ্য এই দুই বিপরীতধর্মী তাগিদকে একই রেখায় আনতে উন্নত বিশ্বে অনেক আগেই শুরু হয়েছে নিয়ন্ত্রিত পরিবেশে প্রযুক্তির কৃষি কাজ। জলবায়ু পরিবর্তনের এই সময়ে টেকসই কৃষি অর্থনীতি বিনির্মাণে শিল্পোদ্যক্তাদের হাত ধরে শুরু হয়েছে গ্রিন হাউসের চাষাবাদও ।

সৌরভ অ্যাগ্রো লিমিটেড ত্রিশালের সেনবাড়িতে শুরু করেছে দেশের প্রথম গ্লাস হাউস এ্যাগ্রিকালচার।

বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকটের এই সময়ে আমদানিনির্ভরতা কমিয়ে রপ্তানিমুখী কৃষি বাণিজ্যের প্রসারে এই ধরণের উদ্যোগ ভূমিকা রাখবে বলে মনে করছেন উদ্যোক্তা এম. রশিদুজ্জামান মিল্লাত ।

মোট ৬৬ হাজার স্কয়ার ফিটের তিনটি গ্লাস হাউজে স্বয়ংক্রিয় ব্যবস্থাপনায় চলছে উচ্চমূল্যের ফসলের চাষ। এখানে পরামর্শক হিসেবে কাজ করছেন চীনের উদ্যানতত্ত্ববিদ চাও।

Facebook: https://facebook.com/shykhseraj
YouTube: https://www.youtube.com/shykhseraj
Twitter: https://www.twitter.com/shykhseraj
Instagram: https://instagram.com/shykhseraj
Linkedin: https://linkedin.com/in/shykhseraj

#SSERAJ

Comment