1444-এবার হাসি ফুটলো সেই কহিনুর-মালেক দম্পতীর মুখে-র.ই মানিক R.I.Manik,Chitrapuri,Krishichitra
এবার হাসি ফুটলো সেই কহিনুর-মালেক দম্পতীর মুখে ।
মহান আল্লাহ তাদের ঘরে একে একে ১১টি সন্তান দেবার পরেও এখন নিঃসন্তান। সেই দম্পতীর একটি মাত্র কুড়ে ঘর ছিল তাও কয়েকদিন আগে ভয়াল অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যায়, খবর পেয়ে আমি ছুটে যাই তাদের সেই বাড়িতে এবং ছোট্ট একটি ভিডিওতে প্রকাশ করি তা দেখে দেশ এবং বিদেশ থেকে অনেকই সহায়তার হাত বাড়িয়ে দেন এবং আমার তত্বাবধানে ঘর, টয়লেট টিউবওয়ে, একটি বাচ্চা সহ মা ছাগল এবং কিছূ বাজার তুলে দেই শেষে অবশিষ্ট ১৭৫০০ টাকা নগদ। এই সহায়তা পেয়ে অসহায় পরিবারটি অনেক খুশি এবং দোয়া করেছেন সহায়তাকারীদের বাকিটা দেখুন ভিডিওতে ।
প্রয়োজনে- 01712 250700
চিত্রপুরী ফেজবুক পেইজ -
https://www.facebook.com/r.i.manik.krishi
চিত্রপুরী কৃষিচিত্র- https://www.youtube.com/channel/UCMLkbCa1P1Iha1kIJ0Vl9pg/videos
chitrapuri Village Cooking- https://www.youtube.com/c/chitrapurivillagecooking/videos