বিলের জ্যান্ত শিং কৈ টাকি মেনি মাছ আনতে চলে গেলাম বিলের পাড়ে
গ্রামে এখন বিলের পানি কমে গেছে। এখন বিলের পানি সেচে দেশী সুস্বাদু সব মাছ ধরা হচ্ছে। আজ আমরা যাচ্ছি গ্রামে বিলের পাড়ে। বিলের পানি সেচে দেশী মাছ ধরা হয়েছে। গ্রামের মেঠো পথ আর সরিষার ফুলে ঢাকা প্রান্তর পেরিয়ে আমরা এসে পৌছালাম বিলের পাড়ে। বিলের জ্যান্ত কৈ, টাকি, শোল, বোয়াল শিংসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরে বড় বড় পাতিলে রাখা হয়েছে। আমরা আমাদের পছন্দের সব দেশী মাছ নিয়ে আসলাম।
Follow me on Instagram: https://www.instagram.com/tuhintraveler