ছাদ বাগান : ছাদ বাগান এবং বারান্দা বাগান ,,,
বন্ধুরা,
আমাদের বড় শহরগুলো পর্যাপ্ত উম্মুক্ত স্থান, খেলার মাঠ/খোলা জায়গা, পার্ক, লেইক, বনাঞ্চল, জলাশয় ইত্যাদির অপ্রতুলতার কারণে দিন দিন দূষিত ও অস্বাস্থ্যকর হয়ে পড়ছে ,,,।
উল্লেখিত প্রেক্ষাপটে, বিদ্যমান পরিস্থিতি মোকাবেলায় এবং সে সাথে শহরে কেমিক্যাল / বিষ মুক্ত ফসল, সবজি ও ফল-ফলাদি উৎপাদন এবং সামগ্রীক নগর পরিবেশ সুরক্ষার স্বার্থে- "ছাদ বাগান এবং বারান্দা বাগান" অত্যন্ত জরুরী ,,,।
তাই, আসুন, আমরা প্রতিটি ভবনের ছাদে বাগান করে, আমাদের শহরগুলোকে সবুজে ভরিয়ে তুলি; এবং ভবিষ্যত প্রজন্মের জন্য একটা নিরাপদ ও স্বাস্থকর বাংলাদেশ বিনির্মানে কার্যকর ভূমিকা পালন করি,,,।
ধন্যবাদ।
- রেজা কায়সার।
রেজা কায়সার স্কুল,
ঢাকা,
বাংলাদেশ।
হোয়াটসঅ্যাপ : +৮৮০১৭১৫০৭০৭০৮