MENU

Fun & Interesting

যা খাওয়ালে কোয়েল পাখি 45 তম দিনের আগে ডিম দিবে🐣 quail Bird food list for laying egg 🍽 jactok

Jactok 110,867 lượt xem 4 years ago
Video Not Working? Fix It Now

#QuailBirds #Bngladesh #jactok

আমার নাম জাকিরুল ইসলাম, আমি বগুড়ায় থাকি। আমি ভিডিও বানাই যারা শখ করে বিল্ডিং বাড়িতে বা বাসায় খাঁচার মাঝে পাঁচ-দশটা কোয়েল পাখি লালন পালন করতে চান তাদের জন্য, খামার বা ব্যবসার উদ্দেশ্যে কোয়েল পাখি লালন পালনের কোন ধারনা আমার নেই। কোয়েল পাখি সম্পর্কে আমি কোন বিশেষজ্ঞ নই বা এর উপর আমার কোন প্রাতিষ্ঠানিক শিক্ষাও নেই (তাই খামারি ভাই-বোনেরা আমাকে অনুসরণ করবেন না)। 2014 সাল থেকে আমি আমার বিল্ডিং বাড়ির ব্যালকনিতে খাঁচার মধ্যে কোয়েল পাখি লালন পালন করে যে অভিজ্ঞতা অর্জন করেছি তাই আপনাদের সাথে শেয়ার করি, যাতে করে আপনাদের কোয়েল পাখি পালনের উপর উৎসাহ দিতে পারি যে, ভাড়া বাড়ি বা বিল্ডিং বাড়িতে অল্প জায়গার মধ্যেও গন্ধমুক্ত এবং হাইজেনিক উপায়ে কোয়েল পাখি পালন করা যায়।কোয়েল পাখির ডিম, বাচ্চা, খাঁচা, খাবার, অসুখ, ঔষধ থেকে শুরু করে কোয়েল পাখি লালন পালন পদ্ধতির সমস্যা নির্ণয় এবং সমাধান নিয়ে A-Z আলোচনা করি। বিল্ডিং বাড়িতে বা ভাড়া বাসা বাড়িতে কোয়েল পাখি লালন পালন করতে চাইলে নূন্যতম যে জ্ঞানের প্রয়োজন পড়ে তার সব আমি ধারণা দেয়ার চেষ্টা করি, তাই বিল্ডিং বাড়িতে বা ভাড়া বাসা বাড়িতে কোয়েল পাখি লালন পালন করতে চাইলে এই ভিডিওসহ আমাদের এই চ্যানেলের "কোয়েল পাখি পালন পদ্ধতি:" প্লেলিস্টের সকল ভিডিও দেখার অনুরোধ করছি...ফি আমানিল্লাহ...আমি বাস্তবাদী মানুষ ; তাই যা কিছু করি-বলি ভিডিও চিত্রের মাধ্যমে প্রমাণ দিয়ে। তাই বিল্ডিং বাড়িতে বা ভাড়া বাসা বাড়িতে কোয়েল পাখি লালন পালনের ক্ষেত্রে নির্ভীকভাবে আমাকে অনুসরণ করতে পারেন। যেহেতু আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা বা কোন সনদ পত্র নেই তাই চিকিৎসা করা বা ওষুধ প্রেসক্রাইব করা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, রাষ্ট্র বা মহামান্য হাইকোর্টের বিরুদ্ধাচারণ করা হয়ে যাবে। তাই কোন রোগের ঔষধ আমার কাছে বা কোন দোকানীর কাছে জানতে চাইবেন না তাহলে আপনি এবং সে উভয়ই অপরাধী বলে গণ্য হবেন (কিন্তু পরামর্শ নিতে পারবেন)।


সার্বক্ষণিক আপনাকে সহায়তা করা , আমার একার পক্ষে সম্ভব নয়। তাই যে কোন সমস্যার জন্য বা সহায়তা জন্য আমাদের Facebook group এ সবাই যুক্ত থাকবেন এবং একে অপরকে সহায়তা করবেন। আর আপনার সমস্যা ছবি বা ভিডিও চিত্রের মাধ্যমে পোস্ট করবেন:::
🌐Join our group: https://www.facebook.com/groups/jactok900/


⚡⚡⚡My social sites:⚡⚡⚡

🌐Like our Page: https://www.facebook.com/jactok900/

🌐Follow me on Facebook: https://www.facebook.com/zakirul900

🌐Follow me on Instagram: https://www.instagram.com/zakirul900/

🌐Follow me on Twitter: https://twitter.com/zakirul900


Contact For Business Inquiry:
🌐Email address: incompo15@gmail.com

Comment