পোল্ট্রি সেক্টরে দেশী,লেয়ার ও ব্রয়লার এর সঙ্গে যুক্ত হয়েছে সোনালী মুরগী।
আমরা কি জানি এ মুরগী কিভাবে কি জাতের মুরগী / মোরগের ক্রসে এই সোনালী মুরগী উদ্ভাবন হয়েছে ? না অনেকেই জানিনা । এবং সঠিক নিয়ম মেনেও অনেকে পালন না করায় ক্ষতিগ্রস্থ হয়ে থাকি ।
আজ এই ভিডিওতে দেখুন সেই সোনালী মুরগীর জনককে। এবং তার মুখেই জেনে নিন কিভাবে লালন পালন করে লাভবান হতে পারবেন ।
প্রয়োজনে - 01716-592911
মোঃ শাহ জামাল - প্রানি সম্পদ কর্মকর্তা (অবঃ),
( সোনালী মুরগীর জনক )
সলঙ্গা , সিরাজগঞ্জ ।