এবার আরো কম দামে 599 টাকা গরুর মাংস! গরুর মাংসের বাজার দর ২০২৪
রবিবার ছয় অক্টোবর ২০২৪। পুরান ঢাকার কসাইটুলি এলাকার নয়ন ভাই সর্বনিম্ন দামে অর্থাৎ গরুর মাংস ৫৯৯ টাকা খাসি-১ হাজার টাকা দরে বিক্রি করছে। দেশের খাদ্যপণ্য সব যখন বৃদ্ধি তখন নয়ন ভাই গরুর মাংস কম দামে দিয়ে সারা দেশের মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন যে ইচ্ছা থাকলে উপায় হয়।।