রাওতারা মৎস্য আড়তে নিলামে ডেকে বড়াল নদীর বোয়াল মাছ কিনলাম
রাওতারা মৎস্য আড়তে নিলামে ডেকে বড়াল নদীর বোয়াল মাছ কিনলাম
আজ আমাদের গন্তব্য সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার রাওতার সুইচ গেট। নদী পথে আমরা চললাম গন্তব্যের পথে। অবশেষে আমরা পৌছালাম রাওতারা মৎস্য আড়তে। এটি মূলত বড়াল নদীর পাঁড়ে অবস্থিত, এবং পাশে বড় বিল হওয়ার কারনে বড় নদী এবং বিলের টাটকা মাছ জেলেরা শিকার করে নিয়ে আসেন রাওতারা মৎস্য আড়তে। জনগনের উপস্থিতিতে ডাকের মাধ্যমে বিজয়ী ক্রেতা পেয়ে জান পছন্দের নদীর মাছ। আজ আমিও ডাক জিতে পেয়ে গেলাম বড়াল নদীর জ্যান্ত বোয়াল মাছ।
Follow me on Instagram: https://www.instagram.com/tuhintraveler