জমির সরিষা বিক্রি করে গয়হাট্টা হাট থেকে বড় মাছ সবজী কিনলাম | গ্রামীন হাট বাজার
জমির সরিষা বিক্রি করে গয়হাট্টা হাট থেকে বড় মাছ সবজী কিনলাম | গ্রামীন হাট বাজার
গত বছরের কিছু সরিষা বাড়ীতে উদবৃত্ত ছিল। যেহেতু কদিন পর আবার জমিতে সরিষার আবাদ করা হবে, তাই আজ সব সরিষা গ্রামের হাটে নিয়ে যাব বিক্রি করতে। আজ শনিবার তাই সরিষা নিয়ে রওনা হলাম গয়হাট্টা হাটের পথে। ওজন করে সব সরিষা বিক্রি করে বেশ ভালো পরিমানে টাকা পাওয়া গেল। আজ সরিষা বিক্রির টাকা দিয়ে হাট থেকে বাজার করবো। হাট থেকে টাটকা লাউ, কুমড়া আর বড় রুই মাছ কিনলাম।
Follow me on Instagram: https://www.instagram.com/tuhintraveler