টলিউডে ব্য়োমকেশ ফ্র্যাঞ্চাইজ়ি শুরু করেছিলেন যিনি, সেই অঞ্জন দত্তই আর ব্যোমকেশ নিয়ে ছবি করতে চান না। তাঁর কথায়, “আমি নিজের জায়গায় একই আছি, নিজের ধরন নিয়ে কাজ করে যাব। সবাই মিলে ব্যোমকেশ বানাচ্ছে। নিজের ধারার গল্প বলব।” এ বার তাহলে কী করবেন? আনন্দবাজার অনলাইনের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “থিয়েটার করব। এরপর সামাজিক একটি গল্প বলার ইচ্ছে রয়েছে। আমি নিজের টাকায় ছবি করব।”
#anjandutta #tollywoodnews
আনন্দবাজার অনলাইনের ভিডিয়ো দেখতে ক্লিক করুন: https://www.anandabazar.com/video