# অবশ্যই ফুল চার্জ অবস্থায় ব্যাটারী টেস্ট করতে হবে, অন্যথায় ব্যাটারীর কন্ডিশন সঠিকভাবে বুঝা যাবে না।
এই ভিডিও থেকে আপনারা যেসকল বিষয় জানতে বুঝতে ও শিখতে পারবেন তাহলো-
ব্যাটারী কি, সেল কি ব্যাটারী কে আবিষ্কার করেন, ব্যাটারী সর্বোচ্চ কত ভোল্টের হয়? ব্যাটারীর টার্মিনাল ভোল্টেজ কিভাবে পরিমাপ করতে হয়, একটি ব্যাটারী নষ্ট, দূর্বল বা ভালো কিভাবে বুঝবেন? ব্যাটারীর সেল ভোল্টেজ কিভাবে পরিমাপ করতে হয়, একটি সেল নষ্ট, দূর্বল বা ভালো কিভাবে বুঝবেন? ব্যাটারীর কোথায় কেন ছিদ্র রাখা হয়? ইত্যাদি সকল সঠিক উত্তর এবং ১০০% প্র্যাকটিক্যালসহ ভিডিওটি তৈরী করেছি। ছাত্র, শিক্ষক, ওয়ার্কার, ইঞ্জিনিয়ারসহ সবাই উপকৃত হবেন ইনশাআল্লাহ।