MENU

Fun & Interesting

লাউ চাষে লাখপতি- Bottle Gourd

Krishi Bioscope 356,564 4 years ago
Video Not Working? Fix It Now

ময়না লাউ। আধুনিক পদ্ধতিতে মাত্র ৩১ শতক জমি থেকে একদিন-দুইদিন পর পর ৩০০-৪০০ পিস লাউ হার্ভেস্ট হচ্ছে। এক একটা লাউ পাইকেরি বিক্রি হচ্ছে ৩০-৩৬ টাকা দরে। কৃষক যারপর নাই খুশি ভাল দাম পেয়ে। সঠিক জাত, মালচিং ফিল্ম ব্যবহার করে, উচুমাচা ও সুষম সার ব্যবস্থাপনার জন্য ধরণ ও ফলন হয়েছে চমৎকার। একই জমিতে এর আগে তিনি করলা চাষ করে ১ লাখ ৩০ হাজার টাকার মত বিক্রি করেছেন। যারা লাভজনক আবাদ করতে চান লাউ তাঁদের জন্য একটা নিরাপদ ও উচ্চমূল্য ফসল। যদিও মনে রাখা দরকার এইবছর সবজির দাম বেশি। প্রতিবছর এমন লাভ পাবেন আশাকরা যায় না। দলিল উদ্দিন- ০১৭৩৬৩৬৪২৮০ ময়না লাউ এর বীজের জন্য- ০১৭১৪১৬৩৩২২ মাসুদ

Comment