পর্যায় সারণি মনে রাখার কৌশল নিয়েই আজ আমরা আলোচনা করবো। এই ভিডিও টি সম্পূর্ণ দেখার পরে তোমার খুব সহজে পর্যায় সারণি মনে রাখতে পারবে ⚗️🌅
বর্তমানে পর্যায় সারণিতে মোট ১১৮টি মৌলের নাম লেখা রয়েছে। তবে একদম শুরুতে কিন্তু এমনটি ছিলো না। সময়ের সাথে সাথে মানুষ বিভিন্ন নতুন মৌলের সাথে পরিচিত হয় এবং সেগুলোর নাম পর্যায় সারণিতে স্থান পেতে থাকে।
🎯 কেমিয়াস ফেসবুক গ্রুপ -
https://www.facebook.com/groups/chemius.com.bd
কেমিস্ট্রির সেরা ক্লাস হবে এখন ঘরে বসে 🔬
কেমিস্ট্রি জিনিয়াস হতে যুক্ত থাকো কেমিয়াসের সাথে ⌛
#পর্যায়_সারণি #porjaysharoni #periodic_table #chemius #chemistry #কেমিয়াস #কেমিস্ট্রি #mehedisir #mehedichemistryacademy #chemistry #MCA