MENU

Fun & Interesting

বানিজ্য মেলায় যাবেন ? নাকি যাবেন না। Dhaka Banijjo Mela 2022। Dhaka International Trade Fair। DITF

Dr. Salman Mahi Ruhul Kowser 1,009,454 lượt xem 3 years ago
Video Not Working? Fix It Now

বাণিজ্য মেলায় যাবেন,, নাকি যাবেন না,,, এ বছর নতুন ভেনুতে বাণিজ্য মেলা স্থানান্তর হবার পর  এমন একটা প্রশ্ন কিন্তু আমাদের অনেকের মাঝেই ঘুরছে।।


আসলে প্রতিবারের মতো ঢাকার শেরেবাংলা নগর থেকে বেশ অনেকটা দূরে পূর্বাচলে বঙ্গবন্ধু চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্যমেলায় স্থানান্তরিত হওয়ায়,  এত দূরে গিয়ে বাণিজ্য মেলায় যাওয়া পোষাবে,,, নাকি পোষাবে না,, এমন চিন্তা কমবেশি সবারই হচ্ছে। 


এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বাণিজ্যমেলার খুঁটিনাটি যতটা সম্ভব বিস্তারিত দেখানোর চেষ্টা করেছি।

ঢাকা থেকে সবচেয়ে সহজে, কম খরচে,  কিভাবে নিরাপদে বাণিজ্য মেলায় যাওয়া যায় তা সম্পূর্ণ একটা গাইডলাইন এই ভিডিওতে রয়েছে। 

এই ভিডিওটা দেখার পর বাণিজ্যমেলার পথঘাট সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপশন সবারই ডেভলপ করার কথা। 


এরপর আসি বঙ্গবন্ধু চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টার নিয়ে,,, আসলে এত বিশাল একটা স্থাপনা নারায়ণগঞ্জের পূর্বাচলে সরকার তৈরি করেছে, এখানে না আসলে কখনই তা বিশ্বাস করা সম্ভব ছিল না। 

এই এক্সিবিশন সেন্টার টা আসলেই বিশাল। আমার হিসেবে চাইলে বাণিজ্য মেলাকে আরো বড় রূপ দেওয়া সম্ভব ছিল। 

এবারের বাণিজ্য মেলায় বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ছাড়াও বিদেশী অনেক প্রতিষ্ঠান তাদের পণ্য নিয়ে এ বাণিজ্য মেলায় এসেছেন। 

আমরা বাণিজ্য মেলায় ঘোরাফেরা করেছি, খাওয়া দাওয়া করেছি, মোটামুটি সবকিছু মিলিয়ে আপনাদের কাছে উপস্থাপনের চেষ্টা করেছি।

আশা করি বাণিজ্য মেলা নিয়ে  আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। 

★★★★★
ঘুরি ফিরি খাই দাই পেইজের লিনক।

https://www.facebook.com/ঘুরি-ফিরি-খাই-দাই-104817264538710/

★★★★★

আমার ফেসবুক প্রোফাইল লিনকঃ
https://www.facebook.com/salmankowser

★★★★★

★★★★★
For Collaboration and Sponsorship inquiries contact with me:
samarukasalman10@gmail.com




#বাণিজ্য_মেলা

#Banijjo_Mela

#Icecream_Dance

#Dr_Salman

Comment