MENU

Fun & Interesting

Difference between resistive inductive and capacitive loads রেজিস্টিভ, ইন্ডক্টি ও ক্যাপাসিটিভ লোড

Bangla Tech 1,397 1 year ago
Video Not Working? Fix It Now

রেজিস্টিভ লোড কি? যে সকল লোড বৈদ্যুতিক শক্তির ব্যবহার করে তাপের সৃষ্টি করে তাকে রেজিস্টিভ লোড বলে। উদাহরণ: বৈদ্যুতিক ফিলামেন্ট ল্যাম্প, বৈদ্যুতিক হিটার, রাইস কুকার, মাইক্রোওয়েভ ওভেন, আইরন মেশিন ইত্যাদি। আমরা বাসা বাড়িতে যে সকল হোম এপ্লায়েন্স ব্যবহার করি সেগুলা রেজিস্টিভ লোড। এই লোড গুলোর পাওয়ার ফ্যাক্ট লিডিং অথবা ল্যাগিং হওয়ার সম্ভাবনা নেই। রেজিস্টিভ লোডের পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হয়। ইন্ডাক্টিভ লোড কি? যে সকল লোড ইলেকট্রিক্যাল পাওয়ার ব্যবহার করে ম্যাগনেটিক ফ্লাক্স উৎপাদনের মাধ্যমে তার নিজ নিজ কার্যক্রম সম্পন্ন করে তাকে ইন্ডাক্টিভ লোড বলে। উদাহরণ: ইন্ডাকটিভ মোটর, ফ্যান, চোক কয়েল ইত্যাদি। ইন্ডাকটিভ লোড অতিরিক্ত ব্যবহার করলে পাওয়ার ফ্যাক্টরের মান কমতে থাকে অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং হয়। ক্যাপাসিটিভ লোড কি? যেসকল লোড পাওয়ার ফ্যাক্টর উন্নতির কাজে ব্যবহার হয় তাকে তাকে ক্যাপাসিটিভ লোড বলে। উদাহরণ: ক্যাপাসিটর বা কন্ডেসার, ক্যাপাসিটর ব্যাংক, সিনক্রোনাস মোটর, ফেস অ্যাডভানসার ইত্যাদি। ক্যাপাসিটিভ লোড গুলো মূলত পাওয়ার ফ্যাক্টর উন্নতির কাজে ব্যবহার করা হয়। ক্যাপাসিটিভ লোডে পাওয়ার ফ্যাক্টর সব সময় লিডিং হয়ে থাকে। Please subscribe my channel @banglatech023 #electricalwork #viral #stardelta #housewiring #electricalengineering #motor #automation

Comment