কারখানায় আমরা যে লোড গুলো ব্যবহার করি সেগুলো তিন ধরনের হয়ে থাকে যেমন–রেজিস্টিভ লোড,ইন্ডাক্টিভ লোড, ক্যাপাসিটিভ লোড ইত্যাদি। রেজিস্টিভ লোড এর জন্য পাওয়ার ফ্যাক্টর এর মান সমান থাকে, ক্যাপাসিটিভ লোড এর ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর এর মান বেশি থাকে,ইন্ডাক্টিভ লোড এর ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টরের মান কম থাকে, এখানে রেজিস্টিভ লোড বলতে হিটার, ফিলামেন্ট বাল্ব ইত্যাদি বোঝানো হয়েছে, এবং ক্যাপাসিটিভ লোড বলতে ক্যাপাসিটর জাতীয় যে লোড গুলো আছে সেগুলো বোঝানো হয়েছে, ইন্ডাক্টিভ লোড বলতে কোয়েল জাতীয় যে লোড গুলো আছে সেগুলো কে বোঝানো হয়েছে যেমন— মটর,এই ইন্ডাক্টিভ লোড এর কারণে পাওয়ার ফ্যাক্টরের মান কম হয়ে থাকে যার কারণে পিএফআই ব্যবহার করা হয়।পিএফআই এর ভিতরে কি কি থাকে সবকিছু এই ভিডিওতে দেখানো হয়েছে আপনারা ভিডিওটি দেখে যদি কোথাও বুঝতে কোন সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট এর মাধ্যমে জানাতে পারেন ,ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং খারাপ লাগলে একটা ডিজলাইক দিবেন,আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও কিছু শিখতে পারে,ধন্যবাদ সবাইকে।
Our Youtube Channel Link: https://www.youtube.com/eeebanglahelp
or
Our Youtube Channel Link2: https://www.youtube.com/channel/UCpJDkjTipFeR0ACWpgCxwxQ?view_as=subscriber
Our Facebook Group: https://www.facebook.com/groups/1074442306088818
Our Facebook Page: https://www.facebook.com/EEE-Bangla-111108130395532/