গবাদি পশুর ক্ষুরা রোগ(FMD) অত্যাধিক জটিল একটি ভাইরাস জনিত রোগ। কোন পশু একবারে রোগে আক্রান্ত হলে তা থেকে মুক্তি পেতে খামারীকে প্রচুর বেগ পেতে অর্থনৈতিক ক্ষতি হয় এবং পশু মালিকেরা খুবই হতাশ হয়ে পড়েন। অতএব, চিকিৎসা নয় যথাযথ সময়ে গুণগত মানসম্পন্ন FMD ট্রাইভালেন্ট টিকা প্রয়োগের মাধ্যমে প্রতিরোধ করাই হচ্ছে ক্ষুরা রোগ থেকে থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায়। তারপরও পশু যখন এই রোগে আক্রান্ত হবে তখন আপনি কি করবেন? ভালোভাবে জানতে সময় করে ভিডিওটি দেখতে পারেন।
ডাঃ মোঃ নূরুল আমীন