গৌড়মতি আম - আমাদের দেশের আম।
এর থেকে মিষ্টি আম হয়নাকি ? পাকা আমে টিএসএস ২৭.৭ পেয়েছি যেখানে আম্রপালির টিএসএস গড় ২৩-২৪।
সবচেয়ে বড় কথা হল এই আম পাকে আগস্ট এর মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত সময়ে। ফলে এর বিক্রয় মূল্য অনেক বেশী যা কৃষকের জন্য অত্যন্ত লাভজনক।
আম গাছ লাগালে গৌড়মতি লাগান।
এই বর্ষায় অসাধারণ মিষ্টি এই আম( ডায়াবেটিকস রোগীদের খাওয়া ঠিক হবে না- বেশী মিষ্টি) পাগল বানায় দিয়ে পারে মানুষকে।
ভাল লাগার বিষয় হচ্ছে দেশে আমের সিজন বড় হচ্ছে।
কৃষিই সমৃদ্ধি।
আমের জন্য ও চারার জন্য যোগাযোগ করতে পারেন -
মোঃ ইউসুফ আলী- আমিরা এগ্রো ফার্ম, চাপাই নবাবগঞ্জ
০১৭৯৯৬০৭৬৫৫
গৌড়মতি আমের পরিচর্যা, চারা ও বাগান পরিদর্শন করতে যোগাযোগ করুন- কৃষিবিদ শাহিনুর রহমান- ০১৭১১৯০১৩২৫