MENU

Fun & Interesting

#আমার হৃদয়ে তুই # ১ম অংশ #গল্প#Heart Touching story #Bangla short story #Romantic Story

গল্পবাড়ি 18,889 lượt xem 11 months ago
Video Not Working? Fix It Now

#আমার হৃদয়ে তুই # ১ম অংশ #গল্প#Heart Touching story #Bangla short story #Romantic Story
#লেখনীতে- জান্নাত সুলতানা
#জীবনের গল্প
#সত্য ঘটনা অবলম্বনে

-"এতো কান্না করার কি হয়েছে? জাস্ট একটু গরম কফি এ তো।"দাঁতে দাঁত কটমট করে কথা গুলো বলেই হাতে থাকা কফির মগ টা ডান দিকের দেওয়াল টা ছুঁড়ে ফেলে দিলো নির্ভাণ। ঝনঝন শব্দে তোলে মগ টুকরো টুকরো হয়ে চার দিকে ছড়িয়ে ছুটিয়ে পরলো।সামনে দাঁড়িয়ে সতেরো বছরের একজন কিশোরী। ব্যক্তিটার এমন আচরণে মেয়ে টার ছোট্ট দেহা টা ভয়ে কেঁপে উঠে। দু পা পিছিয়ে গেলো।তবে নিজের বাম হাতটা দিয়ে ধরে ডান হাতে ফু দিচ্ছে। আর চোখ দিয়ে জলের স্রোত বইছে। হাতটা রক্তিম আকার ধারণ করছে।

হয়তো ফসকা পরবে। একটু আগেই নির্ভাণ নামক ব্যক্তিটার জন্য কফিয়ে নিয়ে এসছিলো সানায়া নামের মেয়ে টা । কিন্তু কে জানতো এই কফি খেতে নয় মেয়ে টার হাতে ডালার জন্য বলেছিল এই পাষাণ ব্যক্তি টা।

সামনে দাঁড়ানো নির্ভাণ আবারও হুংকার করে উঠলো

-"এখন চোখে পানি কেন?যখন বলেছিলাম কোনো ছেলের ধারে কাছে যাবি না তখন তো শুনলি না। শুনবি কেন তোর এই রুপ সবাইকে দেখাতে হবে তো?

আমার কথা শুনলে তো আর এই রুপে কাউকে পাগল করতে পারবি না। তাই তো আজ ওই ছেলের হাত ধরে হাঁটছিলি? এই হাতেই ধরে ছিল তাই না, এই হাতেই তো?"

কথা টা বলে নির্ভাণ সানায়া কে টানতে টানতে ওয়াশরুমে নিয়ে পানির কল ছেড়ে দিয়ে পাগলের মতো হাত টা ডলতে লাগলো।
একে তো হাতে গরম কফি ঢেলে দিয়েছে তার উপর হাত টা ডলার কারণে সানায়া আর ব্যথা সহ্য করতে না পেরে শব্দ করে কেঁদে উঠলো।

হাতটা নির্ভাণ এর কাছ থেকে ছাড়াতে চাইলো তবে পারলো না। মেয়েটা কান্না গুলো চেপে রাখতে চাইছে। কিন্তু চেপে রাখার চেষ্টা কান্না গুলো হেঁচকিতে পরিণত হচ্ছে।
কথা বলবার মতো শক্তি কুলিয়ে উঠতে পারছে না। তবুও গলা দিয়ে কিছু বের করতে চাইলো। ধরে আসা গলায় আটকে আটকে কিছু বের করলো

-"আমি ইচ,,,
https://youtube.com/playlist?list=PLvYlca3MZrnO8tt4kM5j19FAvIV0HmvF1

Comment