তোমার সাহস কিভাবে হয় আমি বারন করার পর ও এভাবে ক্লাসে ঢুকে পড়ার?? "কথাটা বলেই ইথান সামনে থাকা ইনায়ার গালে সশব্দে একটা চড় বসিয়ে দেয়।তারপর রাগে চোয়াল শক্ত করে রাগে অগ্নিমূর্তি ধারন করে আবারো বলে ওঠে,"এটা তোমার ক্লাস তোমার বাসা বাড়ি নয়।নাও গেট লস্ট।"ইথানের বলা কথার পরও ইনায়া তবুও নড়ছে না ইথান এবার আরো রেগে ইনায়ার কনুই ধরে টেনে ক্লাস থেকে বের করে দেয়।ইনায়া এক হাত গালে দিয়ে এক পলকে চেয়ে আছে তবে কনুই বেশ শক্ত করে ধরায় খানিকটা ব্যাথাও পায় কিন্তু এই পরিস্থিতিতে সেটা আর প্রকাশ করতে পারেনা।
গল্প #বনবেড়াল
লেখনিতে_সোহান