MENU

Fun & Interesting

ইরানের ইসলামি বিপ্লব কেন হয়েছিলো ?| আদ্যোপান্ত | Iran's Islamic Revolution

ADYOPANTO 224,707 lượt xem 1 year ago
Video Not Working? Fix It Now

ইরানের আড়াই হাজার বছরের পুরোনো রাজতন্ত্রের পতন হয়েছিলো কেন ?? আদ্যোপান্ত সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন 🔔 : https://www.youtube.com/ADYOPANTO

জানুয়ারি ১৯৭৮, ইরানের রাষ্ট্রীয় সংবাদপত্রে দেশটির নির্বাসিত ধর্মীয় নেতা খোমেনীর নৈতিকতা নিয়ে ছাপা হয় একটি নিবন্ধ। যার প্রতিক্রিয়ায় দেশজুড়ে শুরু হয় অস্থিরতা। হাজার হাজার মাদ্রাসা ছাত্র ও বাজার পেশাজীবী সম্প্রদায় তীব্র প্রতিবাদ জানিয়ে মিছিল বের করে। ইরানের শাহ সরকার সেনাবাহিনী দিয়ে তা দমনের চেষ্টা করেন, নিহত হয় অনেক ছাত্র। ধর্মীয় নেতারা নিহতদের চল্লিশা পালনের নির্দেশ দেন। জনতা জড়ো হয়ে শুরু করে সহিংস আন্দোলন, আক্রান্ত হয় শাহ এর ব্যক্তিগত সম্পত্তি হোটেল, বার, সিনেমা হল ইত্যাদি। সহিংসতা দমনে সেনাবাহিনীর হাতে প্রাণ যায় শত শত মানুষের।

বছরের মাঝামাঝি সময়ে শাহ সরকারি কর্মচারীদের বেতন কমিয়ে দেন, বন্ধ করে দেন বড় বড় প্রজেক্ট। দেশে দেখা দেয় খাদ্যঘাটতি, বাড়ে বেকারত্বের হার। চাকরীর খোজে তেহরানে আসা বেকার জনতা যোগ দেয় শাহ পতনের আন্দোলনে। এবারো শাহ তার বাহিনী দিয়ে সে আন্দোলন দমনের চেষ্টা করেন, হত্যা করেন বহু আন্দোলনকারীকে। কিন্তু আন্দোলন থেমে থাকেনি। বছর শেষে ডিসেম্বরে মহররামের মাসে আন্দোলনের তেজ আরো বৃদ্ধি পায়। তেমনি এক আন্দোলনে ২ ডিসেম্বর নিহত হন ৭০০ জন। ১২ ডিসেম্বর তেহরানে জড়ো হন ২০ লক্ষ মানুষ। কিন্তু এবার সেনাবাহিনী জনতার পক্ষাবলম্বন করে।

শাহ পরিস্থিতি শান্ত করতে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করেন, খোমেনী তা প্রত্যাখান করেন, ডাক দেন ইসলামী শাসন প্রতিষ্ঠার। ১৯৭৯ সালের ১৬ জানুয়ারি চিকিৎসার জন্য শাহ দেশ ত্যাগ করেন। কিন্তু তার আর ফিরে আসা হয়নি। ইতোমধ্যে ১ ফেব্রুয়ারি প্যারিস থেকে ইরানে প্রত্যাবর্তন করেন নির্বাসিত ধর্মীয় নেতা খোমেনী। জনতা তাকে স্বাদরে গ্রহণ করে অভিবাদন জানায়। ১১ ফেব্রুয়ারি পাহলভি রাজ শাসনের অবসান ঘটলে সেনাবাহিনী নিরপেক্ষ অবস্থানে চলে যায়। একজন ধর্মীয় নেতার নেতৃত্বে পতন ঘটে পাহলভি বংশের শাসনের। সফল হয় ফরাসি বিপ্লব ও বলশেভিক বিপ্লবের পর তৃতীয় বৃহত্তম বিপ্লব ইরানের “ইসলামি বিপ্লব”। ১৯৭৮ এর জানুয়ারি থেকে ১৯৭৯ সালের পাহলভি বংশের পতনের পর্যন্ত সমস্ত ঘটনার সমষ্ঠিই ইরান বিপ্লব বা ইসলামি বিপ্লব নামে পরিচিত।

কিন্তু কেন শুরু হয়েছিলো এই বিপ্লব? এই বিপ্লব সমসাময়িক এবং পরবর্তীতে কি প্রভাব ফেলেছিলো??

▶ Follow Me on Facebook:
https://www.facebook.com/damahbub
▶ Follow Me on Instagram:
https://www.instagram.com/da.mahbub

💻 যুক্ত হোন:
ফেইসবুক: https://www.facebook.com/Adyopanto

💻 আমাদের ওয়েবসাইট:
https://www.atpoure.com

📌 For Copyright Related Issues, please contact us:
info.adyopanto@gmail.com

Comment