MENU

Fun & Interesting

হামাসের উত্থান হয়েছিলো কেন? | আদ্যোপান্ত | How was Hamas created?

ADYOPANTO 409,827 lượt xem 1 year ago
Video Not Working? Fix It Now

হামাস কি ইসরায়েলের হাতে তৈরি? হামাসের উত্থান হয়েছিলো কেন?? আদ্যোপান্ত সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন 🔔 : https://www.youtube.com/ADYOPANTO

প্রথম আরব-ইসরায়েল যুদ্ধের পর অন্তত সাড়ে সাত লাখ ফিলিস্তিনি সহায় সম্বল হারিয়ে পথে বসে। পশ্চিম তীর ও গাযা উপত্যকা বাদে গোটা দেশ চলে যায় জায়োনিস্টদের দখলে। ভিটেমাটি হারানো উদ্বাস্তু ফিলিস্তিনিদের জায়গা হয় পার্শ্ববর্তী বিভিন্ন দেশের শরণার্থী শিবিরে। দফায় দফায় আরো ৩টি আরব-ইসরায়েল যুদ্ধ বাস্তুহারা ফিলিস্তিনিদের দুর্ভোগ লাঘব করনি, বরং বাড়িয়েছে।

বিশেষ করে ১৯৭৩ সালে ইয়ম কিপুর যুদ্ধের পর, মাতৃভূমিতে ফেরার শেষ আশাটুকুও হারায় শরণার্থী শিবিরগুলোতে মানবেতর জীবনযাপন করা ফিলিস্তিনিরা। বারংবার যুদ্ধে হেরে আরব দেশগুলো, নিপীড়িত মানুষের ফয়সালা যেন একরকম নিয়তির হাতেই ছেড়ে দেয়। কিন্তু শরণার্থী শিবিরে বসে কিছু মানুষ তখনো স্বাধীনতার স্বপ্ন দেখছিলো। যাদের মাঝে ইয়াসির আরাফাত হয়ে উঠেছিলেন অসংখ্য মুক্তিকামী মানুষের পথপ্রদর্শক।

কিন্তু প্রথম ইন্তিফাদার পর ইয়াসির আরাফাত ও তার সংগঠন PLO গণমানুষের আস্থা অনেকটাই হারিয়ে ফেলে। ঠিক সেই সময়টাতেই জনপ্রিয় হয়ে উঠে হামাস। এরপর ১৯৮৭ থেকে ২০২৩ সাল, এখনো পর্যন্ত ফিলস্তিনি মুক্তি আন্দোলনে আস্থার প্রতীক হয়ে টিকে আছে এক হামাস। যদিও গুঞ্জন আছে, ফাতাহ’র জনপ্রিয়তা কমাতেই না-কি হামাস তৈরি করেছিলো খোদ ইসরায়েল!

এর কতটুকু সত্য? জানাবো আদ্যোপান্তর আজকের পর্বে। সেইসাথে আলোচনা করা হবে, কিভাবে প্রথম ইন্তিফাদায় জন্ম হলো হামাস এর।

▶ Follow Me on Facebook:
https://www.facebook.com/damahbub
▶ Follow Me on Instagram:
https://www.instagram.com/da.mahbub

💻 যুক্ত হোন:
ফেইসবুক: https://www.facebook.com/Adyopanto

💻 আমাদের ওয়েবসাইট:
https://www.atpoure.com

📌 For Copyright Related Issues, please get in touch with us:
info.adyopanto@gmail.com

Comment