MENU

Fun & Interesting

ভিয়েতনাম যুদ্ধ | দীর্ঘ সংগ্রামের রক্তস্নাত ইতিহাস | আদ্যোপান্ত | Vietnam War | Adyopanto

ADYOPANTO 1,109,475 lượt xem 3 years ago
Video Not Working? Fix It Now

লাল নদীর বদ্বীপ বিধৌত দক্ষিণ পূর্ব এশিয়ার এই অঞ্চলে বহুকাল ধরে ভিয়েত জাতির বসবাস। চিনাদের থেকে এই জনগোষ্ঠীকে আলাদা করতেই ভিয়েত শব্দটির ব্যাবহার শুরু হয়। উত্তরে লাল নদী বা রেড রিভার ও টনকিন উপসাগরীয় অঞ্চল , দক্ষিণে মেকং নদী ও দক্ষীন চীন সাগর সংলগ্ন উর্বর ভূমি। দুই প্রান্তের এই দুই অঞ্চলের সংযোগ রেখা যেমন সরু ও দীর্ঘ তেমনি তার ইতিহাসও লম্বা ও জটিল।

দক্ষীন ভারতের পল্লব, চোল এবং অন্যান্য বিস্তীর্ণ সম্রাজ্যের শাসকেরা ছিল নৌ বিদ্যায় পারদর্শী। বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ পার হয়ে তাদের নৌবহর নোঙর ফেলেছিল দক্ষীন চীন সাগরের নানা ভূখন্ডে। মধ্য ও দক্ষিন ভিয়েতনামে তাদের হাতেই গড়ে উঠেছিল চম্পা সম্রাজ্য। তাছাড়া চীনের সাথে এই অঞ্চলের আছে আরও দীর্ঘ দিনের ইতিহাস। বিভিন্ন সময় এই অঞ্চলকে শাসন করেছে বিভিন্ন চৈনিক রাজবংশ।

এদের মধ্যে হান সম্রাজ্যের আধিপত্য প্রায় হাজার বছরের। তার পরের কয়েক শতাব্দীকালে বিভিন্ন রাজবংশের উত্থান পতন হয়েছে। সায়ত্বশাসন কিছুটা সময়ের জন্য পেলেও সার্বভৌমত্ব পায়নি ভিয়েতনাম। একটা সময় চিনা আধিপত্ত বিভাজিত হয়ে পরলে উনিশ শতকের গোড়ার দিকে ভিয়েতনামে নেমে আসে ফরাসি ঔপনিবেশিক শাসনকাল। লাওস , কম্বোডিয়া এবং ভিয়েতনামকে সংযুক্ত করে কিছুটা ভারতীয় এবং বহুলাংশে চীনা সংস্কৃতিতে প্রভাবিত এই অঞ্চলের নাম হয় ফরাসি ইন্দোচীন।

ওপনিবেশিক শাষনের নানামুখী বৈষম্য ও অত্যাচারে জর্জরিত স্বাধীনতাকামী ভিয়েতনাম প্রথম ইন্দোচীন যুদ্ধে ফরসীদের তাড়িয়ে দেয়। ক্ষনিকের স্বাধীনতা আসে কিন্তু তা আসে আরও দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের বার্তা নিয়ে। শুরু হয় দ্বিতীয় ইন্দোচীন যুদ্ধ যা বিশ্বব্যাপি ভিয়েতনাম যুদ্ধ নামে পরিচিত। পুজিবাদ এবং সাম্যবাদের ঘনীভুত যুদ্ধের ক্ষেত্র হয়ে ওঠে ভিয়েতনাম। তারপর দীর্ঘ একুশ বছরের রক্তক্ষয়ী সংগ্রামে নবজন্ম হলো ভিয়েতনামের।

সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজনে থাকছে ভিয়েতনাম যুদ্ধের আদ্যপান্ত।

📌 সাবস্ক্রাইব করুন : https://www.youtube.com/ADYOPANTO
নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই "🔔" বেল আইকনে প্রেস করুন

💻 যুক্ত হোন:
ফেইসবুক: https://www.facebook.com/Adyopanto

💻 আমাদের ওয়েবসাইট:
https://www.atpoure.com

📌 For Copyright Related Issues, please contact us:
adyopanto@gmail.com

Comment