MENU

Fun & Interesting

আফগানিস্তান কেন এত গুরুত্বপূর্ণ | আদ্যোপান্ত | Afghanistan: Graveyard of Empires | Adyopanto

ADYOPANTO 1,400,799 lượt xem 2 years ago
Video Not Working? Fix It Now

পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। আর পামিরের দক্ষিণ পাদদেশে সাদা বরফের টুপি পরে থাকা অসংখ্য পর্বতসমৃদ্ধ স্থলবেষ্টিত এই দেশের সরকারি নাম আফগানিস্তান ইসলামী প্রজাতন্ত্র। দেশটি ইরান, পাকিস্তান, চীন, তাজিকিস্তান, উজবেকিস্তান, ও তুর্কমেনিস্তানের মাঝখানে ভূমি বেষ্টিত একটি মালভূমির উপর অবস্থিত। আফগানিস্তানকে অনেক সময় দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের অংশ হিসেবেও গণ্য করা হয়।

আদ্যোপান্তের আজকের পর্বে বাংলার এই সবুজ শ্যামলিমা ছেড়ে আমরা পারি জমাব কাবুল, কান্দাহার, পাঞ্জিসিরের দেশে। জানব নতুন এক আফগানিস্তানকে।

Comment