MENU

Fun & Interesting

কৃষ্ণসাগর কেন এত গুরুত্বপূর্ণ | আদ্যোপান্ত | Geopolitics of the Black Sea

ADYOPANTO 888,606 lượt xem 2 years ago
Video Not Working? Fix It Now

কৃষ্ণসাগর নিয়ে রাশিয়া ও তুরস্কের মধ্যে কেন এত উত্তেজনা ?? আদ্যোপান্ত সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন 🔔 : https://www.youtube.com/ADYOPANTO

ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগর দীর্ঘদিন ধরেই এর উপকূলবর্তী দেশগুলোর ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই সাগরের চারপাশে যে ছয়টি দেশ আছে তার মধ্যে রাশিয়া এবং তুরষ্ক সবচেয়ে প্রভাবশালী। দেশ দুটোর মধ্যে এই প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস কয়েকশো বছরের পুরনো। এখন পর্যন্ত কৃষ্ণ সাগরকে কেন্দ্র করে রাশিয়া এবং তুরষ্কের মধ্যে বিভিন্ন আকারের অন্তত এক ডজন যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে। কালের পরিক্রমায় কৃষ্ণ সাগরের উপকূলবর্তী সাম্রাজ্য বা দেশগুলোর নাম বদলে গেলেও, এই জলাশয়টি নিয়ে তাদের মধ্যে উত্তেজনা ও সংঘাত একবিংশ শতকেও অব্যাহত আছে। ২০১৪ সালে ইউক্রেইনের ক্রাইমিয়া এবং ২০০৮ সালে জর্জিয়ার আভকাজিয়া অঞ্চলে ক্রেমলিনের সেনা অভিযান এর বড় প্রমান।

কৃষ্ণ সাগর নিয়ে তুরষ্ক ও রাশিয়ার মতো দেশগুলোর মধ্যে কেন এত উত্তেজনা? কি কারনে কৃষ্ণ সাগরের ওপর আধিপত্য ধরে রাখতে চায় এই দেশগুলো। সেসব কিছুই জানার চেষ্টা করবো আদ্যোপান্তর আজকের পর্বে।

💻 যুক্ত হোন:
ফেইসবুক: https://www.facebook.com/Adyopanto

💻 আমাদের ওয়েবসাইট:
https://www.atpoure.com

📌 For Copyright Related Issues, please contact us:
adyopanto@gmail.com

Comment