MENU

Fun & Interesting

জার্মানির ভূ-রাজনীতি কোন পথে হাঁটছে | আদ্যোপান্ত | Geopolitics of Germany

ADYOPANTO 244,059 lượt xem 1 year ago
Video Not Working? Fix It Now

জার্মানির ভূ রাজনীতি কোন পথে হাঁটছে ?? আদ্যোপান্ত সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন 🔔 : https://www.youtube.com/ADYOPANTO

ইউরোপের কেন্দ্রে অবস্থিত হওয়ায়, জার্মানি ও তার আশপাশের অঞ্চল বিশ্বের অন্যান্য দেশের চেয়ে অপেক্ষাকৃত বেশি সম্পদশালী। বিস্তৃত ব্যবহারযোগ্য জলপথ এবং পর্যাপ্ত চাষযোগ্য জমির কল্যানে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে জার্মানি বিশ্বের অন্য দশটা দেশ থেকে অনেকটাই এগিয়ে থাকে। তবে একইসাথে প্রতিবেশি দেশগুলোর কাছ থেকে জার্মানি অনেকটাই অরক্ষিত। বলা যায় গত দুই শতক ধরে জার্মানির এই অবস্থান দেশটির ভূ-রাজনীতিকে নিয়ন্ত্রণ করে আসছে।

মধ্য ইউরোপের দেশ ফেডারেল রিপাবলিক অব জার্মানি, ভৌগলিক কারণে একদিকে যেমন বেশকিছু সুবিধা ভোগ করে, অন্যদিকে, একই কারণে দেশটির ভোগান্তিরও শেষ নেই। দেশটির দক্ষিন ভাগের একটি অংশ জুড়ে বিস্তৃত আল্পস পর্বতমালা। অন্যদিকে, উত্তরাংশে রয়েছে বল্টিক ও উত্তর সাগর সংলগ্ন বিস্তির্ন সমভুমি। এছাড়াও, জার্মানির বড় একটি অংশ জুড়ে ছড়িয়ে আছে চাষযোগ্য মালভূমি ও সমৃদ্ধ বনাঞ্চল।

তবে জার্মানির সবচেয়ে অনন্য ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য হলো এর ব্যবহার উপযোগী বিস্তির্ণ জলপথ। বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয় বিশ্বের এমন প্রধান প্রধান জলপথের অন্তত সাতটি জার্মানিতে অবস্থিত এবং এই নদীগুলো দেশটির ভূ অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, উত্তর সাগরে পতিত হওয়া রাইন নদী উত্তর ইউরোপের দীর্ঘতম এবং ব্যস্ততম অভ্যন্তরীণ নদীপথ। জার্মানির অভ্যন্তরে স্বল্প খরচে পণ্য পরিবহণে এই নদী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই নদী এবং এর শাখা নদীগুলোর তীর ধরেই কোলন, ডুসেলডরফ, অ্যাসেন, ডর্টমান্ড, ফ্রাংকফুর্ট, স্টুটগার্টসহ অন্যান্য গুরুত্বপূর্ণ শহরগুলো অবস্থিত।

▶ Follow Me on Facebook:
https://www.facebook.com/damahbub
▶ Follow Me on Instagram:
https://www.instagram.com/da.mahbub


💻 যুক্ত হোন:
ফেইসবুক: https://www.facebook.com/Adyopanto

💻 আমাদের ওয়েবসাইট:
https://www.atpoure.com

📌 For Copyright Related Issues, please contact us:
info.adyopanto@gmail.com

Comment