বেলারুশের স্বৈরশাসক লুকাশেঙ্কো দিন দিন ইউরোপের জন্য হুমকি হয়ে উঠছেন কেন ?? আদ্যোপান্ত সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন 🔔 : https://www.youtube.com/ADYOPANTO
ইউরোপের ফুসফুস বেলারুশ। সোভিয়েত ইউনিয়ন থেকে বের হওয়ার পর পূর্ব ইউরোপের অংশ হয় দেশটি। ছোট এ স্থলবেষ্টিত দেশটিতে এক কোটির মতো মানুষের বসবাস। দেশটির প্রায় এক-তৃতীয়াংশ এলাকা জনবিরল অরণ্যে আবৃত। তাইে একে আখ্যা দেয়া হয়েছে ইউরোপের ফুসফুস নামে। বেলারুশ তার সীমান্ত ভাগ করে নিয়েছে রাশিয়া- ইউক্রেনসহ মোট ৫টি দেশের সঙ্গে। সাম্প্রতিককালে দেশটির নাম আন্তর্জাতিক গণমাধ্যমে বারবার শিরোনাম হচ্ছে। বিশেষ করে বেলারুশের সঙ্গে পোল্যান্ড ও লিথুয়ানিয়ান সীমান্তে উদ্ভুত সংকট খবরে উঠে আসছে বারবার।
বেলারুশ ও পোল্যান্ডের মধ্যবর্তী সীমান্তে সংকীর্ণ এক ভূখণ্ডে আটকে আছে সিরিয়া, ইরাক ও ইয়েমেনের মতো দেশগুলোর প্রায় ৪ হাজারেরও বেশি শরণার্থী। এই শরণার্থী সংকট ইউরোপীয় ইউনিয়নের জন্য বিষফোঁড়া হয়ে উঠেছে, সৃষ্টি করেছে মানবিক বিপর্যয়ের, রচনা করেছে রাজনৈতিক দুঃস্বপ্নের। কেননা শরণার্থীদের বেশিরভাগই বেলারুশ থেকে পোল্যান্ডে এবং সেখান থেকে ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশে অনুপ্রবেশের চেষ্টা করছে।
▶ Follow Me on Facebook:
https://www.facebook.com/damahbub
▶ Follow Me on Instagram:
https://www.instagram.com/da.mahbub
💻 যুক্ত হোন:
ফেইসবুক: https://www.facebook.com/Adyopanto
💻 আমাদের ওয়েবসাইট:
https://www.atpoure.com
📌 For Copyright Related Issues, please contact us:
info.adyopanto@gmail.com