মানব ইতিহাসের বিভিন্ন পর্যায়ে বিশ্বের অনেক জনপদই বিস্তীর্ণ এলাকা জুড়ে নিজেদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে। প্রকৃতির অমোঘ রীতি অনুযায়ী এই সাম্রাজ্যগুলো আবার কালের গর্ভে বিলীনও হয়ে গেছে। এর মাঝে কোন সাম্রাজ্য তাদের সমরকৌশলের জন্য পরিচিতি পেয়েছে আবার কোন সাম্রাজ্য তাদের প্রশাসনিক কর্মকাণ্ড অথবা অবকাঠামো নির্মানের জন্য খ্যাতি অর্জন করেছে। তবে এর মধ্যে হাতে গোনা কয়েকটি সাম্রাজ্যের পক্ষেই শুধু রোমানদের মত প্রভাব বিস্তার করা সম্ভব হয়েছে। সব মিলিয়ে দুই হাজার বছরের বেশী সময় এই সাম্রাজ্য বিশ্বের বিস্তীর্ণ এলাকার ওপর ছড়ি ঘুরিয়েছে। রোমান সাম্রাজ্য সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাতে এই ভিডিওটি তৈরী করা হয়েছে।
📌 সাবস্ক্রাইব করুন : https://www.youtube.com/ADYOPANTO
নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই "🔔" বেল আইকনে প্রেস করুন
💻 যুক্ত হোন:
ফেইসবুক: https://www.facebook.com/Adyopanto
💻 আমাদের ওয়েবসাইট:
https://www.atpoure.com
📌 For Copyright Related Issues, please contact us:
adyopanto@gmail.com