দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী চার দশক ধরে চলা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দুই রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার ছায়াযুদ্ধ পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে স্নায়ুযুদ্ধ নামে পরিচিত। যেহেতু, দুই দেশই ক্ষমতার শীর্ষে ছিল এবং উভয়েরই পারমাণবিক অস্ত্রে সজ্জিত সেনাবাহিনী ছিল, তাই নিজেদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ফলাফল হতো ভয়াবহ। ফলে, তারা একে অপরের বিরুদ্ধে ছায়াযুদ্ধের পন্থা অবলম্বন করে। যেখানে, সামনাসামনি যুদ্ধে না জড়িয়ে অর্থনৈতিক, রাজনৈতিক, প্রযুক্তিগত দিক থেকে একে অপরকে কোণঠাসা করার যুদ্ধে লিপ্ত হয় দুই রাষ্ট্র। পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতাধর দুই রাষ্ট্রের এমন সাপে- নেউলে সম্পর্কের কারণে প্রায় চার দশক ধরে অস্থিরতা বিরাজ করছিল বিশ্বের রাজনীতিতে। এরপর কি ঘটেছিল দুই দেশের ভাগ্যে? কিভাবেই বা শেষ হয় এই ঠান্ডা যুদ্ধের? শীতলযুদ্ধ পরবর্তী সময়ে পৃথিবীর রাজনীতিতেই বা কেমন প্রভাব পরে এর? এসব কিছুই আজকে জানার চেষ্টা করব আমরা।
আদ্যোপান্ত'র এই পর্বে জানবেন স্নায়ুযুদ্ধ সম্পর্কে।
📌 সাবস্ক্রাইব করুন : https://www.youtube.com/ADYOPANTO
নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই "🔔" বেল আইকনে প্রেস করুন
💻 যুক্ত হোন:
ফেইসবুক: https://www.facebook.com/Adyopanto
💻 আমাদের ওয়েবসাইট:
https://www.atpoure.com
📌 For Copyright Related Issues, please contact us:
adyopanto@gmail.com