MENU

Fun & Interesting

Kanchasona ||কাঞ্চাসোনা#০১#জাকিয়া_সুলতানা_ঝুমুর"আম্মা এতো ছোট মেয়েকে বিয়ে করা কি ঠিক হবে?"মনোয়ারা

Bangla Golpo 24,312 lượt xem 2 months ago
Video Not Working? Fix It Now

#কাঞ্চাসোনা
#০১
#জাকিয়া_সুলতানা_ঝুমুর

"আম্মা এতো ছোট মেয়েকে বিয়ে করা কি ঠিক হবে?"

মনোয়ারা বেগম উনার ছেলে ধ্রুবকে ভরসা দিয়ে বলেন,
"আব্বু মেয়ে মাশাল্লাহ দশজনের একজন,একবারে হুরপরীর মতো দেখতে।"

ধ্রুব বুঝানোর ভঙ্গিতে দুদিকে মাথা নেড়ে বলল,
"আম্মা সুন্দরী হলে কি হবে যদি ম্যাচিউর না হয়।আজকাল সুন্দরের থেকে বুজধার মানুষের গুরুত্ব বেশি,ম্যাচিউর না হলে সংসার টিকে না আম্মা।"

মনোয়ারা পান চিবুতে চিবুতে বলেন,
"তোমারে এতো বড়ো ভার্সিটিতে পড়িয়ে কি লাভ হলো বলোতো ,একটা বাচ্চা মেয়েকেই যদি ম্যাচিউরিটি শিখাতে না পারলা!"

ধ্রুব থমথম খেয়ে বলল,
"আমি কিভাবে শিখাব আম্মা?এসব নিজেই বয়সের সাথে শিখে নিতে হয়,কাউকে শিখানো যায় না।"

মনোয়ারা হাল ছাড়ে না।এই মেয়েকে তিনি ছেলের বউ করবেই।ধ্রুবর মাথায় হাত বুলিয়ে বলেন,
"কাঁচা ভিজা মাটি এনে দিতেছি আব্বা,নিজের মতো আকৃতি দিয়া গড়ে নিবা তোমার জন্যই ভালো হবে।"

ধ্রুবর মন মানে না।ঢাকা শহরে আজকাল এমন ছোট মেয়েকে কেউই বিয়ে করেনা,মেয়ে ছোট তার উপর গ্রামের,কি যানি কেমন হয়।সে এতো বড় ব্যাংকে চাকরি করে,তার কলিগরা আর বন্ধুরা এটা শুনলে খুব হাসবে কিন্তু মা বাবার ইচ্ছেটাকেও গুরুত্ব দেয়া তার

Comment