যশোরের কাজল হোসেন , তিনি সমবায়ে কর্মরত। চাকুরির পাশাপাশীও যে কৃষি খামার করে সফলতা অর্জন করা যায় তার জলন্ত প্রমান কাজল।
তার বাড়িতে আছে প্রায় ৩০টা হলিষ্টিয়ান ফ্রিজিয়ান জাতের মোটাতাজা করন গরু,পাশাপাশি নিজ পরিবারের চাহিদা মেটাতে পালন করছে গাভী।পাশাপাশি তার বাড়িতে আরো আছে দেশী মুরগী,হাাঁস,কবুতর ও ঘোরা । জমিতে ঘাস,লাল শাক,লাউ,শরিষা সহ নানা কৃষি পন্য, সব কিছু মিলিয়ে তার বাড়িটা খামার বাড়ি বলা যেতে পারে।
ভিডিওটি দেখুন মনযোগ সহ, যে সকল ভাই বন্ধুরা গরু পালনে আগ্রহী তাদের জন্য গরুত্বপূর্ন তথ্য দিয়েছেন এ খামারি ।
খামরি- কাজল হোসেন
সিতারাম পুর, যশোর সদর।
মোবাইল নং-01775 208081,01923 176103