স্বল্প সময়ের সবচেয়ে লাভজনক বাণিজ্যিক চাষ কিন্তু এর বাজার খুবই আনপ্রেডিক্টিবল......এক বিঘা জমির ফসল দেড়-দুই লাখ টাকাতেও বিক্রি হয় আবার চালানের টাক পাওয়া যায়না এমনও হয় অহরহ।
কৃষিকাজটাই মূলত এমন...বাজারমূল্যের উপর অনেকাংশেই নির্ভর করে। তবে যেই ফসলই চাষ করবেন...একটু জেনে বুঝে...সরেজমিনে মাঠে যেয়ে, সময় মেনে করতে হবে। মনে রাখবেন ভিডিওতে সফলতাই বেশি দেখানো হয় কিন্তু সেই সফলতা অর্জনের জন্য যে পরিশ্রম, ত্যাগ ও দক্ষতা প্রয়োজন সেটা কিন্তু দেখানো সম্ভব হয় না।
কৃষিই সমৃদ্ধি।