আজকের এই ক্লাসে মূলত 'ভৌত রাশি এবং পরিমাপ' চ্যাপ্টারটি নিয়ে আলোচনা হয়েছে এবং বরাবরের মতই ক্লাসটি নিয়েছেন তোমাদের সবার প্রিয় মাশরুর ভাই। ক্লাসের একদম শুরু থেকেই তোমরা দেখো, বেসিক বিষয়বস্তু এবং বোর্ডে আসা প্রশ্ন নিয়ে খুঁটিনাটি আলোচনা করা হয়েছে। তোমরা যারা SSC পরীক্ষার্থী, এরকমই দারুণ সব ক্লাস রেগুলার পেতে সাবস্ক্রাইব করো শিখোর ইউটিউব চ্যানেলে।