MENU

Fun & Interesting

বৌদ্ধ ধর্মে প্রেত কয়প্রকার ? Pret hoi babotte agon? @Chakma367

Prajita & Arpita 5,993 lượt xem 1 year ago
Video Not Working? Fix It Now

বৌদ্ধ ধর্মে প্রেত কয়প্রকার ? Pret hoi babotte agon? ‎@Buddhor_Hoda23 
একত্রিশ লোকভুমি ও নির্বাণ- ৫


বিভিন্ন প্রকারের প্রেত লোক আছে যেমন ঃ-

১। ঋতুপজীবী প্রেত ঃ এ সকল প্রেত মাঝে মধ্যে খাবার পায়। কিন্তু বেশীর
ভাগ সময় দুধার জ্বালায় তাদের দিন কাটাতে হয়। ২। পিপাসিক প্রেত এ সকল গ্রেড পিপাসার জ্বালায় কষ্ট ভোগ করতে থাকে এবং ক্ষুধা-পিপাসা নিবারণের জন্য এদিক-ওদিক ঘুরাঘুরি করে।

৩ নিকামতৃষ্ণিক প্ৰেত ঃ এ সকল প্রেত সম্মুখে খাবার থাকলেও চোখে দেখতে পায় না, দেখলেও গ্রহণ করতে পারে না। তাই তারা সর্বদা ক্ষুধার ভুলতে থাকে।

৪। কালকট্রিক অসুর প্রেত এক প্রকার অসুর আছে যারা অত্যন্ত চর্মসার সদৃশ, চেহারা অত্যন্ত বিশ্রী ও বিকট, চোখ দুটি কপালের উপরে অবস্থিত এবং সূচিরূপ। এরা অত্যন্ত কলহপ্রিয় ও সর্বদা যুদ্ধে লিপ্ত থাকে। মুখ সুচের মত হওয়ায় এবং কপালের উপর থাকায় এরা আহার করতে খুবই কষ্ট পায় এবং

তাদের পেট ভরে না। তাই ক্ষুধায় তীব্র কষ্ট পায়। ৫। পাংশু পিশাচ প্রেত ঃ এরা নোংরা, পচা-গলা, পায়খানায় অবস্থান করে এবং সেখান থেকে ময়লা-আবর্জনা খেয়ে পেট ভরায়।

৬। পর দত্তোপজীবী প্রেত ঃ এ সকল প্রেত তাদের আত্মীয়-স্বজন কর্তৃক প্রদত্ত পূর্ণ লাভ করে খাবার পায় এবং খাবার খেয়ে সুখী হতে পারে। আমরা যারা সাধারণ লোক কেউ নিশ্চিত করে বলতে পারি না আমাদের আত্মীয় পরদত্তোপজীবী প্রেতলোকে নেই। তাই আমাদের জ্ঞাতীদের উদ্দেশ্যে দান দেয়া উচিত।

৭। মিথ্যা শপথকারী প্রেত : যে সকল মানুষ অপরের দুর্নাম ছড়ায়, দোষ ঢাকার জন্য পুত্র ও বুদ্ধের দোহাই দিয়ে শপথ করে তারা মৃত্যুর পর মিথ্যা শপথকারী প্রেত হয়ে জন্ম গ্রহণ করে। এ সকল প্রেতের দেহ অত্যন্ত বিশ্রী ও দেহ হতে সর্বদা দুর্গন্ধ বের হয়। সর্বদা ক্ষুধার জ্বালায় জ্বলতে থাকে। প্রেজ্বী লে হলে সন্তান প্রসব করে নিজে খেয়ে ফেলে। এরূপে মিথ্যা শপথকারী প্রেতগণ সে মেয়ে হয়ে কষ্ট পায়।


৮। বৈমানিক প্রেত ঃ এ সকল প্রেতের দেহ খুবই সুন্দর কিন্তু মুখ শুকুরের লোন খো মত। তাই তারা বিশ্রী চেহারার জন্য সর্বদা অনুতপ্ত এবং কষ্ট পায়।

balo night

2e lule 1

একত্রিশ লোকভূমি ও নির্বাণ

জীবনে কায়িক পাপ করে না কিন্তু বাচনিক পাপ যেমন মিথ্যা-কটু বৃথা-তেন

বাক্য ব্যবহার করে তারা বৈমানিক প্রেত হয়ে জন্মগ্রহণ করে। ৯। অস্থিপঞ্জর প্রেত ঃ যারা মৃত্যুর সময় অস্থি দেখে তারা অস্থি পঞ্জর প্রেত হয়ে জন্মগ্রহণ করে। চর্মহীন অস্থি পিঞ্জর দেহ নিয়ে তারা অনবরত কষ্ট পেতে

থাকে।

১০। মাংসপেশী প্রেত ঃ যারা মৃত্যুর সময় মাংসপেশী দেখে তারা মৃত্যুর পর

মাংসপেশী প্রেত হয়ে জন্মগ্রহণ করে।

১১। মাংসপিণ্ডাকৃতি প্রেত যারা মৃত্যুর সময় মাংসখণ্ড দেখে তারা মাংসপিণ্ডাকৃতি প্রেত হয়ে জন্মগ্রহণ করে। যারা ইহ জীবনে বিভিন্ন প্রাণির মাংস খণ্ড খণ্ড করে বিক্রি করে জীবিকা নির্বাহ করে তারা এরূপ পেত হয়।

১২। চর্মহীন প্রেত ঃ যারা মৃত্যুর সময় চর্ম বা চামড়া দর্শন করে তারা চর্মহীন প্রেত হয়ে জন্মগ্রহণ করে। যারা ইহ জীবনে গরু-ছাগল-মহিষের চামড়া ছেড়ে নিয়ে ব্যবসা বা জীবিকা নির্বাহ করে তারা মৃত্যুর পর চর্মহীন প্রেত হয়ে জন্মগ্রহণ করে।

১৩। অসিলোম প্রেত : যারা মৃত্যুর সময় অসি বা তরবারি, চুরি দেখে তারা অসিলোম প্রেত হয়ে জন্মগ্রহণ করে। অসিলোম প্রেতদের লোমগুলো অসি বা তরবারির ন্যায় হয়। ফলে তারা নিজেদের লোমের আঘাতে ক্ষত-বিক্ষত হয়ে অসহ্য যন্ত্রণা ভোগ করে। যারা ইহ জীবনে অসি বা চুরি দ্বারা প্রাণি হত্যা করে জীবিকা নির্বাহ করে তারা মৃত্যুর পর অসিলোম প্রেত হয়ে জন্ম গ্রহণ করে।

১৪। শক্তিলোম প্রেত : যারা মৃত্যুর সময় তীক্ষ্ণ ধারাল জিনিস দেখে তারা না মৃত্যুর পর শক্তিলোম প্রেত হয়ে জন্মগ্রহণ করে। শক্তিলোম প্রেতদের দেহের ও লোমগুলো শেলের ন্যায় এবং সেগুলোর আঘাতে তারা তীব্র যন্ত্রণা ভোগ করে । যারা ইহ জীবনে শেলের ন্যায় বিভিন্ন তীক্ষ্ণ অস্ত্র দ্বারা প্রাণিদের কষ্ট দেয় তারা - শক্তিলোম প্রেত হয়ে জন্ম গ্রহণ করে।

১৫। শরলোম প্রেত ঃ যারা মৃত্যুর সময় তীক্ষ্ণ শর (তীর) দেখে তারা মৃত্যুর র পরে শক্তি লোম প্রেত হয়ে জন্মগ্রহণ করে। ইহ জীবনে যে সকল ব্যক্তি তীক্ষ্ণ এ শর বা অসির আঘাতে প্রাণি হত্যা করে তারা মৃত্যুর পর শরলোম প্ৰেত কূলে

। সুচালো প্রেত : যে সকল মানুষ প্রাণিদের নানারকম দন্ডের আঘাতে বিদ্ধ করে, লোমগুলো সূচের ন্যায়। তাই তারা নিজেদের লোমে বিদ্ধ হয়ে পায়। যারা ইং জানে মানুষকে নানা রকম ফাঁদে ফেলে মানসিকভাবে কষ্ট । তারা সুচীলোম গ্রেড কুলে উৎপন্ন হয়। দেয়

১৭। কুড়াল প্রেত যারা ঘুষ খোর, প্রবঞ্চক, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানিয়ে মানুষকে কষ্ট দেয় তারা কুড়াল প্রেত হয়ে জন্মায়। এদের অন্ডকোষ বৃহৎ প্রকার হয়। যার কারণে প্রতিনিয়ত দুঃখ পায় ।

১৭। বিষ্টাকুণ্ড প্রেত ঃ যারা ইহ জীবনে নারীদের বলৎকার করে সতীত্ব নষ্ট করে এবং মানুষকে বিষ্টা (৩) খেতে বলে তারা মৃত্যুর পর বিষ্টাকুণ্ড প্রেত হয়ে । জন্ম গ্রহণ করে।

১৮। চর্ম বিহীনা প্রেত : যে সকল নারীরা নিজের স্বামী বাদ দিয়ে অন্য পর। পুরুষের সাথে পাপকর্ম করে তারা মৃত্যুর পর চর্ম বিহীনা প্রেত হয়ে জন্মায়।
প্রেত কি রকম দেখতে হয়? শাকচুন্নি প্রেত,
⛔Warning on video reposting; Re-uploading of videos published on our Buddhor Hoda channel on YouTube is not allowed. If you want to upload to another website, then definitely give us Creadit. For monetization please contact us and take permission. Otherwise we can strike or complain. thank you
⛔ভিডিও পুনঃপ্রকাশে সতর্কতা; আমাদের Buddhor Hoda চ্যানেলে প্রকাশিত ভিডিওগুলো ইউটিউবে পুনরাশ আপলোডের অনুমতি নেই। যদি অন্য ওয়েবসাইটে আপলোড করতে চান, তাহলে অবশ্যই আমাদের Creadit দিবেন। মনিটাইজেশনের জন্য হলে আমাদের সাথে Contact করে অনুমতি নিবেন। অন্যথায় আমরা স্ট্রাইক বা অভিযোগ করতে পারি। ধন্যবাদ
#buddhor_hoda #রেত_কয়_প্রকার
Music Credit
https://youtu.be/BlaQfSD2S_0

Comment