MENU

Fun & Interesting

বেদখল হওয়া জমির দখল পুনরুদ্ধার | Recovery of possession | ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন | IP

LawTubeBD 97,777 lượt xem 11 months ago
Video Not Working? Fix It Now

স্থাবর সম্পত্তি থেকে বেদখল হওয়ার পর তা পুনরুদ্ধার করার জন্য আমরা কেবল সিভিল বা দেওয়ানি মামলার কথাই শুনে আসছি এতদিন। আবার আমরা এটাও শুনে শুনে প্রায়-অভ্যস্ত যে, দেওয়ানি আদালতে মামলা মানেই ন্যূনতম ৫/১০ বছরের বিষয়। কিন্তু ২০২৩ সালে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন’ প্রণয়নের পর এখন থেকে আর দেওয়ানি আদালতে না গিয়ে কেবল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট একটি সরল আবেদন বা মামলা দায়ের করেও ভুক্তভোগীরা পেতে পারেন উপযুক্ত প্রতিকার, তাও আবার মাত্র তিন মাসের মধ্যে। এই সময়োপযোগী আইন এবং উক্ত আইনের বিধান মোতাবেক স্থাবর সম্পত্তি থেকে বেদখল হওয়ার তিন মাসের মধ্যে সম্পত্তির দখল পুনরুদ্ধারের এই অতি-প্রয়োজনীয় বিষয়টি তুলে ধরতেই আমরা নির্মাণ করেছি এই এপিসোডটি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, এপিসোডটি মনোযোগ সহকারে দেখার পর এই বিষয়ে আপনারা পাবেন নতুন একটি ধারণা, যার মধ্য দিয়ে পরবর্তীকালে আপনারা কিংবা আপনাদের পরবর্তীকালের কেউ যদি এমন সমস্যায় পতিত হন তাহলে এই বিষয়ে আপনারা করণীয় ঠিক করে নিতে পারবেন অনায়াসেই।

এপিসোডটির গ্রন্থনা করেছেন কে আর চৌধুরী, উপস্থাপন করেছেন ব্যারিস্টার সাজ্জাদ হায়দার, পাঠ করেছেন ইসমত শারমীন এরিন এবং নির্মাণ করেছেন কামরুল হাসান ইমরান।


#LawTubeBD #Recoveryofpossession #immovable #property #legaleducation #lawstudents

আইন সম্পর্কে আপডেট পেতে
ল'টিউববিডি-র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন 👇👇
https://www.youtube.com/@lawtubebd?sub_confirmation=1

আমাদের ফেসবুক পেইজঃ https://www.facebook.com/lawtubebd

Comment