ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ | Offences relating to land fraud | ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩
অন্যের জমি নিজের বলে প্রচার করা; কিংবা তথ্য গোপন করে কোনো জমি বিক্রয় করা; কিংবা নিজে যতটুকু জমির মালিক তার অধিক পরিমাণ জমি বিক্রি করা; কিংবা ভুয়া ব্যক্তিকে দাঁড় করিয়ে জমি বিক্রি করা; কিংবা মিথ্যা বা জাল দলিল সম্পাদন বা তাতে স্বাক্ষর করা— ইত্যাদি ঘটনা আমরা ঘটতে দেখি অহরহ। আমরা এটাও দেখি যে, এরূপ ঘটনার পর ভুক্তভোগীরা দিনের পর দিন ধরে দৌড়াচ্ছেন দেওয়ানি আদালত তথা জজ কোর্টে। ভুক্তভোগীরা মাঝেমধ্যে শরণাপন্ন হন থানায় কিংবা ফৌজদারি আদালতেও। কিন্তু পেনাল কোড বা দণ্ডবিধিতে এমন সকল কার্যকে “ফৌজদারি অপরাধ” হিসেবে সাব্যস্ত করা হয়নি। ফলে লাভ হয় না সেখানে গিয়েও।
শতাধিক বছর ধরে চলা এমন অচলাবস্থার অবসান হয়েছে অবশেষে। প্রণীত হয়েছে সময় উপযোগী একটি আইন, যে আইনটির নাম হচ্ছে “ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩”। উক্ত আইনে এমন কার্যগুলোকে “ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ” হিসেবে সাব্যস্ত করা হয়েছে। এই এপিসোডে আমরা আলোচনা করেছি উক্ত কার্যগুলো সম্পর্কে, যেগুলোর কোনো একটি সংঘটিত হলে এখন থেকে ভুক্তভোগীরা দায়ের করতে পারবেন ফৌজদারি মামলা। পাশাপাশি আমরা আলোচনা করেছি এমন অপরাধ সংঘটিত হলে আপনি কোন আদালতে মামলা দায়ের করবেন এবং এই অপরাধটির শাস্তি কী— সে সম্পর্কে। আমরা আশা করি, এপিসোডটি মনোযোগ সহকারে দেখার পর এমন বিষয়ে আপনারা পাবেন একটি স্পষ্ট ধারণা।
এপিসোডটির গ্রন্থনা করেছেন কে আর চৌধুরী, উপস্থাপন করেছেন ব্যারিস্টার সাজ্জাদ হায়দার, পাঠ করেছেন ইসমত শারমীন এরিন এবং নির্মাণ করেছেন কামরুল হাসান ইমরান।
#LawTubeBD #Offencesrelatingtolandfraud #landfraud #case #law
আইন সম্পর্কে আপডেট পেতে
ল'টিউববিডি-র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন 👇👇
https://www.youtube.com/@lawtubebd?sub_confirmation=1
আমাদের ফেসবুক পেইজঃ https://www.facebook.com/lawtubebd