ফৌজদারি মামলায় অনেক সময় এমন দাবি উত্থাপন করা হয় যে, “আমি ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না”, কিংবা “আমি ঘটনার সময় আমার কর্মস্থলে উপস্থিত ছিলাম”। সাক্ষ্য আইনের পরিভাষায় এমন দাবিকে বলা হয় “Plea of alibi” বা “অন্যত্র থাকার অজুহাত”। কখনও কখনও ফৌজদারি দায় থেকে বাঁচার জন্য আসামিপক্ষে এমন মিথ্যা দাবি উত্থাপন করা হয়, আবার কখনও কখনও প্রতিহিংসা চরিতার্থ করার জন্য উদ্দেশ্যমূলকভাবে ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত না থাকা ব্যক্তি বা ব্যক্তিদের আসামি করা হয় ফৌজদারি মামলায়। সে যাই হোক, এখানে প্রশ্ন হচ্ছে, এমনভাবে কাউকে আসামি করা হলে ফৌজদারি মামলার কোন পর্যায়ে এবং কীভাবে প্রমাণ করতে হয় এমন “অন্যত্র অবস্থানের দাবি”?
এই গুরুত্বপূর্ণ আইনি প্রশ্নের উত্তর দিতেই আমরা নির্মাণ করেছি এই এপিসোডটি। আমরা আশা করি এপিসোডটি দেখার পর সকলেই এই বিষয়ে পেয়ে যাবেন স্পষ্ট ধারণা। এপিসোডটি গ্রন্থনা করেছেন কে আর চৌধুরী, উপস্থাপন করেছেন ব্যারিস্টার সাজ্জাদ হায়দার, পাঠ করেছেন মিশকাত শুকরানা আর নির্মাণ করেছেন কামরুল হাসান ইমরান।
#LawTubeBD #Pleaofalibi #When&howtoprovealibi? #Section11ofEvidenceAct1872 #অ্যালিবাইকী? #legaleducation #lawstudents #howandwhen
আইন সম্পর্কে আপডেট পেতে
ল'টিউববিডি-র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন 👇👇
https://www.youtube.com/@LawTubeBD?sub_confirmation=1
আমাদের ফেসবুক পেইজঃ https://www.facebook.com/lawtubebd