বাংলাদেশে এখনও যত পেশা বা বৃত্তি রয়েছে, নিঃসন্দেহে তার মধ্যে অন্যতম সম্মানজনক ও মযার্দাসম্পন্ন পেশা হচ্ছে জজ বা বিচারকের পেশা। সঙ্গত কারণেই অনেকে স্বপ্ন দেখেন জজ বা বিচারক হওয়ার। কিন্তু চাইলেই তো আর জজ বা বিচারক হওয়া যায় না বরং তার জন্য প্রয়োজন পড়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার, তারপর সেই পরিকল্পনা ধরে এগিয়ে যেতে হয় ধাপের পর ধাপ। তো সেই পরিকল্পনাটা সাজাতে গেল কিন্তু আবশ্যিকভাবে জানতে হবে— বাংলাদেশে সহকারী জজ (বিচারবিভাগের প্রবেশ পদ) বা বিচারক হতে গেলে কী কী যোগ্যতা থাকা লাগে; কিংবা কী কী পরীক্ষায় অবতীর্ণ হতে হয় যোগ্য প্রার্থীদেরকে; এবং চূড়ান্তভাবে মনোনীত হওয়ার ক্ষেত্রে আর কোন কোন বিষয়গুলো জানা অতীব জরুরি? এই বিষয়গুলোই আমরা বিস্তারিতভাবে তুলে ধরেছি এই এপিসোডে, যার ফলে জজ বা বিচারক হওয়ার জন্য আপনারা এখন থেকেই সাজাতে পারবেন আপনাদের সুনির্দিষ্ট পরিকল্পনা।
এপিসোডটি গ্রন্থনা করেছেন কে আর চৌধুরী, উপস্থাপন করেছেন ব্যারিস্টার সাজ্জাদ হায়দার, পাঠ করেছেন মিশকাত শুকরানা আর নির্মাণ করেছেন কামরুল হাসান ইমরান।
#LawTubeBD #Becomeajudge #জজ #BangladeshJudicialService #BangladeshJudicialServiceExamination #BangladeshJudicialServiceCommission #legaleducation #lawstudents
আইন সম্পর্কে আপডেট পেতে
ল'টিউববিডি-র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন 👇👇
https://www.youtube.com/@LawTubeBD?sub_confirmation=1
আমাদের ফেসবুক পেইজঃ https://www.facebook.com/lawtubebd