MENU

Fun & Interesting

আসামির অনুপস্থিতিতে বিচার | Trial in absentia | ফৌজদারি কার্যবিধি | Code of Criminal Procedure

LawTubeBD 11,320 lượt xem 1 year ago
Video Not Working? Fix It Now

ফৌজদারি মামলা দায়ের হওয়ার পর অনেক সময় দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি আদালতে হাজির না হয়ে পালিয়ে বেড়ায় দিনের পর দিন। আবার কখনও দেখা যায়, মামলা হওয়ার পর অভিযুক্ত ব্যক্তি চলে যায় বিদেশে। এরূপ ক্ষেত্রে প্রশ্ন আসে, অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকলে কি তার বিচার করা যায় না? কিংবা বিচার করা গেলে কীভাবে করা হয় অভিযুক্ত ব্যক্তির অনুপস্থিতিতে বিচার? এই সংগত—প্রশ্নটির উত্তর দিতেই আমরা নির্মাণ করেছি আসামির অনুপস্থিতিতে বিচার সংক্রান্ত এই এপিসোডটি। এই সংক্রান্ত বিধিবিধানগুলো এপিসোডটিতে সন্নিবেশিত করা হয়েছে পর্যায়ক্রমিক বা ধারাবাহিকভাবে। আমরা আশা করি কেবল আইন—শিক্ষার্থী কিংবা আইন—অঙ্গনের লোকজনই নয়, এপিসোডটি মনোযোগ সহকারে দেখার পর সাধারণ জনগণও এখান থেকে পেয়ে যাবেন এই বিষয়ে স্ফটিকসম একটা পরিস্কার ধারণা।


এপিসোডটির গ্রন্থনা করেছেন কে আর চৌধুরী, পাঠ করেছেন সজল মিত্র রিচার্ড আর নির্মাণ করেছেন কামরুল হাসান ইমরান।

#lawtubebd #Trailinabsentia #lawstudents #legaleducation #law #CodeofCriminalProcedure

আইন সম্পর্কে আপডেট পেতে
ল'টিউববিডি-র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন 👇👇
https://www.youtube.com/@lawtubebd?sub_confirmation=1

আমাদের ফেসবুক পেইজঃ https://www.facebook.com/lawtubebd

Comment