খুব একটা চর্চা না থাকলেও রাজসাক্ষী কথাটি আমরা শুনে থাকি মাঝেমধ্যেই। কিন্তু আমরা অনেকেই জানি না এই রাজসাক্ষী বিষয়টা আসলে কী এবং রাজসাক্ষী-সম্পর্কিত আইনি বিধানগুলো কোন আইনের কোথায় উল্লেখ করা হয়েছে। সাধারণের খুব একটা প্রয়োজন না হলেও আইন-শিক্ষার্থীদের জন্য এই বিষয়ক আইনটি সম্পর্কে সম্যক জ্ঞাত থাকা আবশ্যক। এই বিষয়টি উপলব্ধি করেই আমরা এই এপিসোডে আলোচনা করেছি রাজসাক্ষী এবং রাজসাক্ষী- সংক্রান্ত বিধানগুলো নিয়ে। আমরা আশা করি এপিসোডটি থেকে আপনারা এই বিষয়ে একটি সম্যক ধারণা লাভ করবেন।
এপিসোডটি গ্রন্থনা করেছেন কে আর চৌধুরী, উপস্থাপন করেছেন দেবাশীষ রঞ্জন সরকার,
পাঠ করেছেন মিশকাত শুকরানা আর নির্মাণ করেছেন কামরুল হাসান ইমরান।
#CRPC #ApproverWitness #LegalWitness #EvidentiaryValue #CriminalLaw #LegalTerms #BangladeshLaw #LegalSystem #WitnessTestimony #CriminalCases #LegalEducation #LawTubeBD
আইন সম্পর্কে আপডেট পেতে
ল'টিউববিডি-র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন 👇👇
https://www.youtube.com/@lawtubebd?sub_confirmation=1
আমাদের ফেসবুক পেইজঃ https://www.facebook.com/lawtubebd