বাংলাদেশে কত প্রকারের ফৌজদারি আদালত বা ক্রিমিনাল কোর্ট রয়েছে- তা আমরা অনেকেই জানি না। আর জানি না বলেই ফৌজদারি মামলায় জড়িয়ে পড়লে কেমন একটা অন্ধকারের মধ্যে হাতড়িয়ে বেড়াতে হয় আমাদের অধিকাংশকে। অবচেতন মনে উঁকি মারে নানান জিজ্ঞাসা। একেবারেই সঙ্গত। কেননা ফৌজদারি মামলা বিচারের জন্য অনেক রকমের আদালত বা কোর্টই রয়েছে আমাদের দেশে। সব ফৌজদারি মামলা যেমন সব কোর্টে দায়ের করা যায় না, আবার সব ফৌজদারি মামলার বিচারও হয় না সব কোর্টে। এজন্যই ফৌজদারি মামলা বিচার করার জন্য আমাদের দেশে যত প্রকারের কোর্ট রয়েছে এবং কোন কোর্টে কোন ধরনের মামলার বিচার হয়- সে সম্পর্কে সবারই একটা ন্যূনতম ধারণা থাকা আবশ্যক। এই উপলব্ধি করেই আমরা এই এপিসোডে আলোচনা করেছি ঠিক এই বিষয়টি নিয়েই। আমরা আশা করি মনোযোগ সহকারে এই এপিসোডটি দেখার পর অন্ধকারে আর হাতড়ে বেড়াতে হবে না আপনাদের, বরঞ্চ এই বিষয়ে পাবেন একটা স্পষ্ট ধারণা।
এপিসোডটি গ্রন্থনা করেছেন কে আর চৌধুরী, উপস্থাপন করেছেন সাজ্জাদ হায়দার, পাঠ করেছেন মিশকাত শুকরানা আর নির্মাণ করেছেন কামরুল হাসান ইমরান।
আইন সম্পর্কে নানা রকম আপডেট পেতে ল'টিউব বিডির চ্যানেলটি সাব্সক্রাইব করুন 👇👇
https://www.youtube.com/@lawtubebd?sub_confirmation=1
আমাদের ফেসবুক পেইজঃ https://www.facebook.com/lawtubebd
#FaujdariAdalat #LawTubeBD #BangladeshCriminalCourts
#TypesOfCourtsInBangladesh #JudicialSystemInBangladesh #LegalSystemInBangladesh