Ghantakhanek Sange Suman: রায়ের ২৪ ঘণ্টার মধ্যেই সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে রাজ্য, ক্ষুব্ধ অভয়ার পরিবার। "এটা জাজমেন্ট? আমি শকড্!" আজ মালদার সভায় বললেন মুখ্যমন্ত্রী। "ওনাকে ব্যস্ত হতে হবে না, উনিই প্রমাণ লোপাট করেছেন," বললেন তিলোত্তমার বাবা। "রাজ্য সরকারের এই তাড়াহুড়ো অত্যন্ত সন্দেহজনক," খোঁচা সুকান্তর। CBI-এর ভূমিকা নিয়ে ক্ষোভ বাড়ছে বিজেপির অন্দরেই। "পুরো সিস্টেমে কারও ওপর ভরসা নেই," মুখ খুললেন দিলীপ। জুনিয়র ডাক্তার আসফাকুল্লা নাইয়ার মামলায় পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের। "প্রেসক্রিপশন ছাড়া কীভাবে মামলা? এমনিতে তো জিডি করে ফেলে রাখেন!" কড়া প্রশ্ন বিচারপতির।